কাশ্মীরি ও সংখ্যালঘুদের নিরাপত্তাঃকেন্দ্র ও রাজ্যগুলিকে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ

0
95

ওয়েবডেস্কঃ

পুলওয়ামা হামলার পরে সারা দেশজুড়ে পড়াশোনা বা কর্মসূত্রে ছড়িয়ে থাকা কাশ্মীরি ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চলতে থাকা লাঞ্ছনা ও হেনস্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ সুনিশ্চিত করতে কেন্দ্র ও দশ রাজ্যকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ।

লাইভ ল্য সূত্রে জানা গেছে যে জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, মেঘালয়, ছত্তীসগঢ়, পশ্চিমবঙ্গ, পঞ্জাব এবং মহারাষ্ট্র- এই দশটি রাজ্যকে এবিষয়ে নির্দেশনা দিয়ে  নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ।প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ছাড়াও এই বেঞ্চে ছিলেন জাস্টিস এলএন রাও ও জাস্টিস সঞ্জীব খান্না ।

তাঁরা জানান যে প্রধানমন্ত্রীর প্রধান সচিব ও সকল রাজ্যের ডিজিপিদের দ্বারা গৃহীত ব্যবস্থাগুলো খতিয়ে দেখেছেন।  ইতিমধ্যে নেওয়া এই ব্যবস্থাগুলো সময় অনুযায়ী পুনরাবৃত্তি করা হবে। ১৪ ই ফেব্রুয়ারির সন্ত্রাসী হামলার পর হুমকি, হামলা, সামাজিক বয়কট এবং অন্যান্য সকল জোরপূর্বক কাজকর্ম প্রতিরোধের জন্য অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য মুখ্য সচিব, ডিজিপি এবং দিল্লীর পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আজকের বেঞ্চে থাকা অপর  বিচারপতি জাস্টিস সঞ্জীব খান্না বলেন , “কোনও কাশ্মীরিকে বা সংখ্যলঘু সম্প্রদায়ের যে কোনও মানুষকে হুমকি বা হেনস্থা বা বয়কটের অভিযোগ উঠলে রাজ্যের মুখ্যসচিব, পুলিশ কমিশনার এবং পুলিশের ডিরেক্টর জেনারেলদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।” আজ সুপ্রিম কোর্টের এই নোটিশে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তাঁর সন্তুষ্টির কথা প্রকাশ ।

দেশজুড়ে ছড়িয়ে থাকা কাশ্মীরিদের ওপরে চলা লাঞ্ছনার প্রতিকার চেয়ে  সুপ্রিম কোর্টের দারসদ্বা হন  আইনজীবী তারিক আবিদ । মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়ের  টুইটারে মন্তব্যকে উল্লেখ করে আইনজীবী আবিদ আদালতের কাছে এই মামলার দ্রুত শুনানির আর্জি জানান।

আরও পড়ুনঃবিষ মদ্যপানে ১৭ প্রাণহানি!

উল্লেখ্য, মেঘালয় রাজ্যপাল তথাগত রায় কাশ্মিরিদের সমস্ত জিনিস বয়কট করার আরজি জানিয়ে টুইটারে মন্তব্য করেন। যদিও কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর কিছুদিন আগে বলেন , “কাশ্মীরি পড়ুয়াদের উপর হামলা চালানো হচ্ছে, এটা সত্য নয়। আমরা সব পড়ুয়াদের সঙ্গেই যোগাযোগ রাখছি। এরকম কোনও ঘটনা ঘটেনি।” তবে এর মধ্যে বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হতে থাকে কাশ্মিরিদের আক্রমণ করার বিভিন্ন ছবি সহ ভিডিও ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here