নিউজফ্রন্ট,ওয়েবডেস্কঃ
সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন বারানসী লোকসভা কেন্দ্রে মোদীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির হয়ে দাঁড়ানো নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী তেজ বাহাদুর যাদব।
Supreme Court dismisses plea of former BSF constable & SP candidate Tej Bahadur Yadav (in file pic)against rejection of his nomination from Varanasi LS constituency. A Bench headed by CJI Gogoi dismissing the plea said, “We don’t find any merit to entertain this petition” pic.twitter.com/SjusLxv5ZC
— ANI (@ANI) May 9, 2019
নির্বাচন কমিশন কর্তৃক তার মনোনয়ন বাতিল করা হয়েছিল।নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছিল যে, তেজ বাহাদুর যাদব ঠিক কি কারণে বিএসএফ থেকে বরখাস্ত হয়েছিলেন তার উপযুক্ত কারণ দেখাতে পারেননি।তাকে নো অবজেকশন সার্টিফিকেট দেখানোর কথা বলা হয়েছিল, কিন্তু তিনি তা দেখাতে পারেন নি।উপরন্তু তিনি জানিয়েছিলেন খাবারের গুণমান খারাপ হওয়ার প্রতিবাদ করায় তাকে বিএসএফ থেকে বরখাস্ত করা হয়েছিল।
আরও পড়ুনঃ তেজবাহাদুরের মনোনয়ন পুনর্বিবেচনার নির্দেশ সুপ্রিমকোর্টের
গত ৬ই মে তেজ বাহাদুর যাদব এনিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল।গতকাল সুপ্রিম কোর্ট তার মনোনয়নপত্র পুনর্বার খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশনারকে।আজ বৃহস্পতিবারের মধ্যে তার রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছিল।
সেই অনুযায়ী সবকিছু খতিয়ে দেখার পর আজ প্রধান বিচারপতি রঞ্জন গর্গের নেতৃত্বাধীন বেঞ্চ তার আবেদন নাকচ করে দেন। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানান তাঁর(তেজ বাহাদুর যাদব) আবেদনের মধ্যে কোনরকম ভিত্তি নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584