শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
বম্বে হাইকোর্টের রায় খারিজ করে শীর্ষ আদালত জানিয়ে দিল শিশুদের যৌন নিগ্রহের অপরাধের ক্ষেত্রে সরাসরি ত্বকের স্পর্শ জরুরি নয়। বৃহস্পতিবার ‘শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধ আইন’ (পকসো) সংক্রান্ত এক মামলায় এই রায় দেয় সুপ্রিম কোর্ট।
১২ বছর বয়সি এক শিশুকন্যার বুকে হাত দেওয়ায় অভিযুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে দায়ের হওয়া পকসো মামলায় এই বছর জানুয়ারি মাসে বম্বে হাইকোর্ট রায় দেয় যে, শিশুদের পোশাক খুলে বা জামাকাপড়ের ভিতরে হাত গলিয়ে তাদের বুক বা যৌনাঙ্গ স্পর্শ করা না হলে তা যৌন নির্যাতন বলে ধরা হবে না পকসো আইনে। বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের বিচারপতি পুষ্প গানেদিওয়ালা এই রায় দিয়েছিলেন, সেই রায়কে চ্যালেঞ্জ করে মামলা হয় সুপ্রিম কোর্টে।
এই অপরাধে পকসো আইনের ৮ নম্বর ধারা অনুযায়ী ওই অভিযুক্তের তিন বছর জেল হওয়ার কথা, কিন্তু আইনের নতুন ব্যাখ্যা দিয়ে বিচারপতি গানেদিওয়ালা ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এবং ৩৪২ নম্বর ধারা মোতাবেক ১ বছরের সশ্রম কারাদণ্ড দেন ওই অভিযুক্তকে।
আরও পড়ুনঃ দূষণ নিয়ন্ত্রণে সিএকিউএম-এর নির্দেশ মেনে কমিটি গঠন হরিয়ানা সরকারের
এদিন সুপ্রিম কোর্টে বিচারপতি ইউ ইউ ললিত, বিচারপতি এস রবীন্দ্র ভট্ট এবং বিচারপতি বেলা ত্রিবেদীর বেঞ্চ এই মামলায় বম্বে হাই কোর্টের এই রায় খারিজ করে দিয়ে জানিয়েছে শিশুদের যৌন নিগ্রহের মামলায় সরাসরি ত্বকের স্পর্শ জরুরি নয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584