নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
উত্তর প্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান সৈয়দ ওয়াসিম রিজভী।ওয়াসিম রিজভী সুপ্রীম কোর্টে আবেদন জানান যে, কোরানের ২৬ টি বাণী অন্য ধর্মের প্রতি হিংসা ছড়ায়, ওই ২৬ টি বাণী মুছে দেওয়া হোক। বিচারপতি আর এফ নরিম্যানের বেঞ্চ আজ সেই আবেদন খারিজ করে দিলো।
পাশাপাশি তাঁকে ৫০ হাজার টাকা জরিমানাও করে আদালত এমন একটি পিটিশন ফাইল করার জন্য।
মামলা করার সময়েই রিজভীর আইনজীবিকে প্রশ্ন করেন যে তিনি সত্যিই এই গুরুত্ব সহকারে এই আবেদন করতে চান কিনা।রিজভীর আইনজীবী আরকে রাইজাদা জানান, মাদ্রাসা শিক্ষার জন্য এই আবেদন আদালতের কাছে করতে চান।
আরও পড়ুনঃ “আত্মীয়ের সঙ্গে সম্পর্ক প্রমাণ না করতে পারলেই কাউকে বিদেশি বলা যায় না”, রায় গুয়াহাটি হাইকোর্টের
পাশাপাশি ওই ২৬ টি বাণীর আক্ষরিক অনুবাদও তিনি আবেদনের সঙ্গে জমা দেন, যাতে দেখানো হয় কোন কোন বাণী হিংসা তৈরি করতে সহায়ক।আবেদনে রিজভী উল্লেখ করেছন , ইসলামের ভিত্তি হলো সকলকে সমান নজরে দেখা, ক্ষমা ও সহনশীলতা।
তিনি আবেদনে আরো লেখেন যে ওই ২৬টি বাণী একেবারেই সৌভাতৃত্ব বা ক্ষমার কথা বলেনা; ইসলামের মূল কথার বিরোধী এই বাণীগুলি।ইসলাম তার মুলভাবধারা থেকে সরে যাচ্ছে। এই কারণেই এত সন্ত্রাসবাদী হামলা, মৌলবাদের মাথা চাড়া দেওয়া। কিন্তু আবেদনে সন্তুষ্ট না হয়ে মামলাটি খারিজ করে দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584