নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
কেন্দ্র-কৃষকের বৈঠকে এখনও অধরা সমাধানসূত্র। কৃষি আইনের প্রতিবাদে দীর্ঘ একমাসের বেশি সময় ধরে দিল্লি সীমান্তে অবস্থান করছেন কৃষকরা। একাধিকবার কেন্দ্র-কৃষক বৈঠক হলেও এখনও মেলেনি সমাধানসূত্র। দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড়। কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষকরা।
এদিকে, আইন বাতিল হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কেন্দ্র। আগামী ৮ জানুয়ারি ফের বৈঠক রয়েছে দু’পক্ষের। এতদিনেও সমাধান না মেলায় উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। তবে এখনও সমাধানের আশায় রয়েছে কেন্দ্র। সরকার মনে করছে, আলোচনাতেই সমাধানের পথ বেরবে।
আরও পড়ুনঃ সেন্ট্রাল ভিস্তা উন্নয়ন প্রকল্পে ছাড়পত্র সুপ্রিম কোর্টের
কেন্দ্র ও মামলাকারীদের বক্তব্য শোনার পর শীর্ষ আদালত শুনানি সোমবার পর্যন্ত স্থগিত করেছেন। ১১ জানুয়ারি ফের এই মামলার শুনানি হবে। তার আগে যদি কোনও সমাধান না বেরোয় তাহলে সিদ্ধান্তে আসতে হবে সর্বোচ্চ আদালতকে।
আরও পড়ুনঃ করোনার কাঁটায় প্রজাতন্ত্র দিবসে বাতিল বরিস জনসনের ভারত সফর
কৃষি আইন বাতিলের দাবিতে যে মামলা চলছে বুধবার সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি এস এ বোবদের পর্যবেক্ষণ, এতদিনও অবস্থার কোনও উন্নতি হয়নি। যদিও কেন্দ্রের দাবি, কৃষকদের সঙ্গে তাদের আলোচনা ফলপ্রসু হয়েছে। কিন্তু শীর্ষ আদালত মনে করছে, দ্রুত সমাধান বের করতে হবে। সরকারের তরফে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল জানিয়েছেন, অদূর ভবিষ্যতে দুই পক্ষই ঐক্যমত্যে পৌঁছবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584