কড়া সমালোচনার মুখে কেন্দ্র, ট্রাইব্যুনাল সংক্রান্ত প্রস্তাব না মানলে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

0
61

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

ট্রাইব্যুনাল সংশোধনী আইন প্রসঙ্গে সুপ্রিম কোর্টের তীব্র তিরস্কারের মুখে পড়তে হল কেন্দ্রকে। আদালতের প্রস্তাব না মানলে কেন্দ্রের বিরুদ্ধে অবমাননার অভিযোগ আনার হুঁশিয়ারি দিল দেশের শীর্ষ আদালত।

supreme court

নতুন ট্রাইব্যুনাল সংশোধনী আইনের সাহায্যে বিভিন্ন ট্রাইব্যুনালের চেয়ারম্যানের মেয়াদ কমিয়েছে কেন্দ্র। উল্লেখ্য, ট্রাইব্যুনাল সংশোধনী বিলের বেশ কয়েকটি ধারাকে আগেই অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করে দিয়েছিল আদালত। সোমবার, প্রধান বিচারপতি এনভি রামানা, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড় ও বিচারপতি এল এন রাওয়ের ডিভিশন বেঞ্চ কেন্দ্রকে উদ্দেশ্য করে বলে, “আপনারা ট্রাইব্যুনালগুলিকে ফাঁকা করে দিচ্ছেন।“

ডিভিশন বেঞ্চের তরফে কেন্দ্রকে প্রশ্ন করা হয়, সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশ করা ৯ জন বিচারপতিকে নিয়োগ করতে কেন্দ্রের সময় লাগলো এক সপ্তাহ অথচ ট্রাইব্যুনালের সদস্য বা চেয়ারম্যান পদে কাউকে নিয়োগ করতে কেন্দ্রের এক দেড় বছরের বেশি সময় কিভাবে লাগে? শুনানি চলাকালে প্রধান বিচারপতি বলেন, “আদালত কখনোই কেন্দ্রের সঙ্গে সংঘাত চায় না, কিন্তু কেন্দ্র কোন বিকল্প পথও রাখছে না।“

আরও পড়ুনঃ নিট-২০২১ স্নাতকস্তরের পরীক্ষা স্থগিতের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিশন বেঞ্চ এদিনের শুনানিতে কেন্দ্রকে নির্দেশ দেয় আগামী সোমবারের মধ্যে সিজিএসটি ট্রাইবুনালে নিয়োগ সম্পন্ন করতে হবে। প্রধান বিচারপতি এনভি রামানা এও বলেন, ‘হয় আমাদের সব ট্রাইবুনাল বন্ধ করে দিতে হবে বা ট্রাইব্যুনালগুলিতে প্রয়োজনীয় সদস্য নিয়োগ করতে হবে। তবে কেন্দ্র যদি প্রস্তাব না মানে সেক্ষেত্রে সরকারের বিরুদ্ধে অবমাননার অভিযোগ আনা হবে।’ এই মামলার পরবর্তী শুনানির দিন স্থির হয়েছে আগামী সোমবার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here