ওয়েবডেস্কঃ
গত ৬ই জানুয়ারি দেশের সর্বোচ্চ আদালতে জাস্টিস অরুণ মিশ্র ও জাস্টিস ইউ ইউ ললিতের বেঞ্চের রায়ের বিরুদ্ধে আবেদনকারী কন্টাই রহমানিয়া ম্যানেজিং কমিটির করা মামলায় শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। গত ৬ ই জানুয়ারির সেই রায়ে ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন আইন ২০০৮’কে এই মর্মে বৈধতা প্রদান করা হয় যে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানে শুধুমাত্র সংখ্যালঘু কমিটির হাতেই একছত্র নিয়োগ ক্ষমতা থাকতে পারে না। প্রধান বিচারপতি এস এ বোবদে’র নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারকে আজ এই নোটিশ জারি করে।
মাদ্রাসা কমিটির হয়ে সওয়ালকারি প্রবীণ আইনজীবী রাজীব ধাওয়ান দাবি করেন যে গত ৬ই জানুয়ারির রায়, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসের ৩ বিচারপতির বেঞ্চের রায় ও ‘টিএমএ পাই’ মামলার ১১ বিচারপতির বেঞ্চের রায়ের পরিপন্থী। সেইসঙ্গে কন্টাই রহমানিয়া হাই মাদ্রাসা ম্যানেজিং কমিটি সাম্প্রতিক ২০১৯ সালের সেপ্টেম্বর মাসের ‘ চন্দন দাস (মালাকার) বনাম পশ্চিমবঙ্গ সরকার’ মামলায় জাস্টিস আরএফ নারিমান, জাস্টিস আর সুভাষ রেড্ডি ও জাস্টিস সুরিয়া কাঁথাড এর বেঞ্চের রায়েরও কথাও তুলে ধরে।
গত ৬ই জানুয়ারি জাস্টিস অরুণ মিশ্র ও জাস্টিস ইউ ইউ ললিতের বেঞ্চ ‘শেখ মোহাম্মদ রফিক বনাম কন্টাই রহমানিয়া হাই মাদ্রাসা ম্যানেজিং কমিটি’ মামলার রায়ে জানান যে ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন আইন ২০০৮’ সাংবিধানিকভাবে বৈধ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584