ডিজিটাল মুদ্রার উপর রিজার্ভ ব্যাংকের নিষেধাজ্ঞা তুলে দিল সুপ্রিম কোর্ট

0
121

ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:

‘ক্রিপ্টোকারেন্সি’ বা ডিজিটাল মুদ্রার উপর রিজার্ভ ব্যাংকের যে নিষেধাজ্ঞা জারি ছিল তা আজ তুুুলে দিল সুপ্রিম কোর্ট।

গ্রাফিক্স চিত্র

‘ইন্টারনেট এন্ড মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বনাম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’ মামলার শুনানিতে বুধবার সুপ্রিম কোর্টের জাস্টিস আর এফ নারিমান, জাস্টিস অনিরুদ্ধ বোস ও জাস্টিস ভি রামাসুব্রামানিয়ামের বেঞ্চ এই রায় প্রদান করে।

ক্রিপ্টোগ্রাফি প্রক্রিয়ার মাধ্যমে অনলাইনে লেনদেন সম্পন্ন হওয়া মানি ট্রান্সফারের এই পদ্ধতি পৃথিবীর বিভিন্ন দেশে বর্তমানে প্রচলিত। এই মুদ্রা বা কারেন্সির বাস্তবে কোন রূপ নেই, আছে শুধু ইন্টারনেট জগতে। এই পদ্ধতিতে মুদ্রার আদান-প্রদান peer-to-peer সম্পন্ন হয়। এতে তৃতীয় পক্ষের কোনো নিয়ন্ত্রণ থাকে না। তাই এই ডিজিটাল মুদ্রা কে কাকে বিনিময় করছে বা পাঠাচ্ছে সেটা গোপন থাকে। এই ডিজিটাল মুদ্রার  ভ্যালুর উপর কোন দেশের সরকারেরই হস্তক্ষেপ করার ক্ষমতা থাকেনা। তাই পৃথিবীর বহু দেশেই এটির উপর নিষেধাজ্ঞা জারি আছে।

প্রচলিত ক্রিপ্টোকারেন্সির  মধ্যে বিটকয়েন, ইথরিয়াম, লাইটকয়েন, রিপল উল্লেখযোগ্য।

 

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here