কালবুর্গি ও গৌরী লঙ্কেশ হত্যায় একাধিক সাদৃশ্য রয়েছেঃসুপ্রিম কোর্ট

0
104
ছবি সৌজন্যে-লাইভ ল্য

ওয়েবডেস্কঃ

সেপ্টেম্বর ২০১৭ তে নিজ বাসভবনের সামনে খুন হয়েছিলেন ব্যাঙ্গালোরের বিখ্যাত সাংবাদিক গৌরী লঙ্কেশ।
এর আগে ২০১৫ সালের আগস্ট মাসে কর্নাটকের ধারওয়াড়ে খুন হয়েছিলেন কর্ণাটকের বিশিষ্ট অধ্যাপক ও লেখক এম.এম.কালবর্গি ।

স্বামীর হত্যায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে কালবর্গির স্ত্রী উমা দেবী আদালতে আবেদন করে বলেন পূর্বে হত্যা হাওয়া নরেন্দ্র দাভোলকর, গোবিন্দ পানসারে ও গৌরী লঙ্কেশ হত্যার মধ্যে  কিছু সাধারণ সাদৃশ্য রয়েছে ।

এর আগে বিশেষ তদন্তকারী দল জানিয়েছিল গৌরী লঙ্কেশ হত্যা ও কালবুর্গি হত্যায় একই বন্দুক ব্যবহার করা হয়েছে ।আজ সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে বিচারপতি আর. এফ. নারিমান ও বিনীত সরন এর বেঞ্চ পর্যবেক্ষণ করে জানায় গৌরী লঙ্কেশ ও কালবুর্গির হত্যায় কিছু সাদৃশ্য রয়েছে ।

শীর্ষ আদালত নির্দেশ দিয়ে জানিয়েছে ইতিপূর্বে কর্ণাটক সরকারের দ্বারা গঠিত বিশেষ তদন্তকারী দল বা সিট যারা গৌরী লঙ্কেশ হত্যার তদন্তভারে রয়েছে, তারাই  কালবুর্গি হত্যা কাণ্ডের তদন্ত করবে । আর এই তদন্তকারী দলকে নিয়ন্ত্রণ করবে কর্নাটক হাইকোর্টের ধারওয়াড় বেঞ্চ।

মুম্বাই হাইকোর্টের নির্দেশিকায় সিবিআইয়ের যে দল দাভোলকর হত্যার তদন্ত করছিল তারা গত আগস্টে পুনের একটি কোর্টকে জানায় দাভোলকর হত্যার সাথে গৌরী লঙ্কেশ হত্যার একটি বিশেষ সূত্র রয়েছে । আর এই গুরুত্বপূর্ণ তত্ত্বটি আনা হয়েছিল এই কেসের সাথে জড়িয়ে থাকা শারদ কলাস্কার নামে একজন গ্রেফতার হবার পর।

আরও পড়ুনঃ‘বাবরি মসজিদ-রাম জন্মভূমি’ মামলায় মধ্যস্থতার পরামর্শ সুপ্রিম কোর্টের

তবে গত বছরের ১১ ই ডিসেম্বর শীর্ষ আদালত নরেন্দ্র দাভোলকর, গোবিন্দ পানসারে , কালবুর্গি ও গৌরী লঙ্কেশ হত্যায় কোন বিশেষ সংযোগ রয়েছে কিনা খতিয়ে দেখার জন্য সিবিআই-কে দায়িত্ব দেয় ।

আজ এই মামলার শুনানিতে বিচারপতির বেঞ্চ জানান একটি নির্দিষ্ট তদন্তকারী দল এ সবকটি মামলার তদন্ত করবে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here