একজন পরীক্ষার্থীরও মৃত্যু হলে দিতে হবে ১ কোটি টাকার ক্ষতিপূরণ, হুঁশিয়ারি শীর্ষ আদালতের

0
109

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

করোনা আবহে দেশজুড়ে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করা হলেও অন্ধ্রপ্রদেশ সরকার বাতিল করেনি পরীক্ষা। অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার জানায়, সেই রাজ্যে বাতিল করা হবে না দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। সশরীরে জুলাই মাসের শেষেই নেওয়া হবে পরীক্ষা। আজ এই প্রসঙ্গে অন্ধপ্রদেশ সরকারকে সতর্ক করে সুপ্রিম কোর্ট জানায়, “যদি একজন পরীক্ষার্থীরও করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়, তার জন্য দায়ী থাকবে রাজ্য সরকারই”। এর পাশাপাশি এও জানান হয়, এ ধরনের ঘটনা ঘটলে রাজ্য সরকারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

Supreme court | newsfront.co
নিজস্ব চিত্র

উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৫ লক্ষ ২০ হাজার। রাজ্য সরকার জানিয়েছে কোভিড বিধি মেনেই নেওয়া হবে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নেওয়া। ৩৪ হাজার কক্ষে পরীক্ষা নেওয়া হবে। এক একটি ঘরে ১৫-১৮ জন করে পরীক্ষার্থী থাকবে। এই প্রসঙ্গেই সুপ্রিম কোর্ট জানায়, ৫ লক্ষ পরীক্ষার্থী নিয়ে কিভাবে পরীক্ষা নেওয়া সম্ভব? এই অতিমারিতে কিসের ভিত্তিতেই বা এই সিদ্ধান্ত নিয়েছে সরকার? আদালত জানায়, পরীক্ষার্থীদের সাথে কিছু অঘটন ঘটল ক্ষতিপূরণ হিসেবে ১ কোটি টাকা দিতে নির্দেশও দেওয়া হতে পারে।

আরও পড়ুনঃ ছেলে ১৮ পেরিয়ে যাওয়া মানেই বাবার দায়িত্ব শেষ নয়ঃ দিল্লি হাইকোর্ট

প্রসঙ্গত, আজই সব রাজ্য বোর্ড গুলোকে ৩১ জুলাইয়ের মধ্যে দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশ এবং আগামী ১০ দিনের মধ্যে মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here