শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
আজই ১২টা ৪৫মিনিটের মধ্যে শীর্ষ আদালতে জানাতে হবে ত্রিপুরায় ধারাবাহিক হিংসা আটকাতে কি ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার? ত্রিপুরার ডিজিপি ও স্বরাষ্ট্রসচিবকে এমনি নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আজ মঙ্গলবারই ত্রিপুরার পুরভোটের প্রচারের শেষ দিন। তাই এদিন, নির্বাচনের দিন ও ফলপ্রকাশের দিন পর্যন্ত কি কি নিরাপত্তামূলক ব্যবস্থা ত্রিপুরা সরকার নিয়েছে, কত সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী রয়েছে তাদের কোন এলাকায় ব্যবহার করা হচ্ছে তার বিস্তারিত তথ্য এদিন জানতে চেয়েছেন বিচারপতি।
ত্রিপুরার উত্তপ্ত পরিস্থিতি নিয়ে সোমবারই সুপ্রিম কোর্টে আদালত অবমাননার অভিযোগে মামলা দায়ের করে তৃণমূল নেতৃত্ব, সেই মামলারই শুনানি হয় এদিন। ত্রিপুরার রাজনৈতিক অশান্তি নিয়ে এর আগে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। সেই মামলার রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, পুরভোট অবাধ এবং সুষ্ঠু ভাবে করতে হবে। কোনও রাজনৈতিক দল যেন ভোট প্রচারে নেমে বাধার মুখে না পড়ে। শান্তিপূর্ণ ভাবে যেন প্রচার পর্ব চলে।
আরও পড়ুনঃ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৃণমূলের বৈঠক আপাত ফলপ্রসূ, আর হবে না হিংসা মিলেছে আশ্বাস
কিন্তু গত কয়েক দিন ধরেই আগরতলায় দফায় দফায় রাজনৈতিক অশান্তির অভিযোগ তুলেছে তৃণমূল। রবিবার তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষকে গ্রেপ্তার করা হয়, সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলের অনুমতি বাতিল করা হয়। পরে মিছিলের পরিবর্তে পথসভার অনুমতি দেওয়া হয়।
আরও পড়ুনঃ সায়নীর জামিন মঞ্জুর হতেই ফিরহাদের নামে এফআইআর ত্রিপুরায়
যাবতীয় এই সব কিছু ঘিরেই তৃণমূল অভিযোগ করে সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করেই তাদের উপর হামলা করছে বিজেপি এবং বিপ্লব দেবের প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না অর্থাৎ আদালত অবমাননা করা হচ্ছে। সেই মামলার শুনানিতেই এই নির্দেশ দিল শীর্ষ আদালত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584