ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
২ মে রবিবার উত্তরপ্রদেশে পঞ্চায়েত নির্বাচনের গণনা। কিন্তু ভয়াবহ করোনা পরিস্থিতিতে রাজ্য নির্বাচন কমিশনকে সেই গণনা পিছিয়ে দেওয়ার কথা বলে সুপ্রিম কোর্ট, সর্বোপরি করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে ভোট গণনার যে সিদ্ধান্ত রাজ্য নির্বাচন নিয়েছে সে কারণে কমিশনকেও তীব্র তিরস্কার করেছে সুপ্রিম কোর্ট।
‘‘এই মুহূর্তে করোনা পরিস্থিতি যে পরিমাণ উদ্বেগজনক, তার মধ্যেই আপনারা গণনা করার সিদ্ধান্ত নিয়েছেন! দু’সপ্তাহ সময় নিয়ে তারমধ্যে রজ্যের চিকিতসা পরিষেবা কিছুটা উন্নত করে তারপর গণনা প্রক্রিয়া শুরু করা যেত না কি?” আদালত আরও বলে, ‘‘সব সমস্যা জানার পরেও আপনারা এগিয়েছেন। ভোট গণনা ৩ সপ্তাহ পিছিয়ে গেলে কারও মাথায় আকাশ ভেঙে পড়বে না।’’
আরও পড়ুনঃ ভয়াবহ আগুন গুজরাতের ভারুচের এক কোভিড হাসপাতালে, মৃত্যু অন্তত ১৯ জন রোগীর
যদিও শীর্ষ আদালতের এই বক্তব্যের পরেও গণনা পিছিয়ে দিতে রাজি নয় উত্তরপ্রদেশ নির্বাচন কমিশন। কমিশনের তরফে সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই তারা গণনা শেষ করতে চায়। তবে পূর্ণ আশ্বাস দিয়েছে কমিশন যে সমস্ত রকম করোনা নির্দেশিকা মেনেই গণনা প্রক্রিয়া চালানো হবে। কমিশনের এই আশ্বাসের পর গননার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584