ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, সোমবারই মনিপুরের সমাজকর্মীকে মুক্তির নির্দেশ শীর্ষ আদালতের

0
62

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

‘গোবর এবং গোমূত্রে করোনার চিকিৎসা হয় না। সাধারণ জ্ঞান এবং বিজ্ঞানেই করোনা নির্মূল হয়।’ এই ফেসবুক পোস্ট ঘিরেই তৈরি হয় বিতর্ক। বছর ৩৭-এর ওই যুবক বিজেপির মণিপুর সভাপতি এস টিকেন্দ্র সিংয়ের করোনায় মৃত্যু হওয়ার পর ফেসবুকে এই পোস্টটি করেছিল। গত এপ্রিল মাসে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতার করা হয় মনিপুরের সমাজকর্মী এরেন্দ্রো লেচোম্বামকে।

supreme court

সুপ্রিম কোর্টে সেই মামলা পৌঁছতেই অবিলম্বে ওই সমাজকর্মীকে মুক্তির নির্দেশ দিল শীর্ষ আদালত। আজ সোমবার ছিল এই মামলার শুনানি। এদিন মামলার শুনানিতে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নির্দেশ দেন, যাতে এ দিন বিকেল ৫ টার মধ্যেই তাঁকে মুক্তি দেওয়া হয়। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আবেদনকারীকে বন্দি করে রাখার অর্থ তাঁর মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করা। তাই এক হাজার টাকার বন্ডে তাঁকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুনঃ পাকিস্তানে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহত অন্তত ৩৩, আহত ৪০ জন

গত মে মাসে করোনায় মৃত্যু হয় বিজেপির মণিপুর সভাপতি এস টিকেন্দ্র সিংয়ের। এরপরই মে মাসের দ্বিতীয় সপ্তাহে সমাজকর্মী এরেন্দ্রো লেচোম্বাম একটি ফেসবুক পোস্ট করেন। সেই পোস্টে তিনি লেখেন, ‘গোবর এবং গোমূত্রে করোনার চিকিৎসা হয় না। সাধারণ জ্ঞান এবং বিজ্ঞানেই করোনা নির্মূল হয়। আরআইপি প্রফেসর জি।’

আরও পড়ুনঃ স্পাইওয়্যার ব্যবহার করে নজরদারি পিকে ও অভিষেকের ফোনেও, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

আর এই পোস্ট চোখে পরতেই মনিপুরের বিজেপি সভাপতি এবং আরও এক বিজেপি নেতা এরেন্দ্রো এবং আরও এক সাংবাদিকের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। আর এই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় তাঁদের। গত এপ্রিল মাস থেকে ওই দু’জন জেলেই রয়েছেন। তবে শীর্ষ আদালতের নির্দেশে সোমবার জামিন মজুর হয়েছে এরেন্দ্রোর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here