মায়াবতীকে মূর্তির পিছনে খরচ করা জনগণের টাকা ফেরতের নির্দেশ সর্বোচ্চ আদালতের

0
89

 

ওয়েবডেস্কঃ

হাতি মূর্তি খাতের সমস্ত টাকা ফেরত দিতে মায়াবতীকে  নির্দেশ দিল ভারতের সর্বোচ্চ আদালত !

২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন বহু জন সমাজ পার্টির শীর্ষ নেত্রী মায়াবতী লক্ষ্মৌ ও নয়ডা সহ উত্তর প্রদেশের বেশ কয়েকটি শহরে পার্ক নির্মাণ এবং পার্কের ভিতর বিএসপি দলের নির্বাচনী প্রতীক হাতি মূর্তি , দলের প্রতিষ্ঠাতা কাশীরামের মূর্তি  ও  সাথে নিজের মূর্তি সহ বেশ কিছু দলিত মূর্তি নির্মাণ করে বিপুল পরিমাণ অর্থ খরচ করেন । তৎকালীন সময়ে এই খাতে মোট যে খরচ দাঁড়ায় তা হল কমবেশি ২৬০০ কোটি টাকা ।

এক আইনজীবী সুপ্রিম কোর্টে লিখিত অভিযোগ জানিয়ে অভিযোগ করেন যে জনতার টাকা দলের কাজে ব্যবহার করে মায়াবতী অর্থ তছরুপ করেছেন । আইনজীবীর ওই অভিযোগের ভিত্তিতে মামলার শুনানি শুরু হয় প্রধান বিচারপতির বেঞ্চে । শুক্রবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানান “আমাদের প্রাথমিক পর্যবেক্ষণ জনগণের টাকায় নিজের এবং দলীয় প্রতীক বানিয়ে থাকলে সেই টাকা মায়াবতীকে নিজের পকেট থেকেই দিতে হবে।” পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে এই মামলার পরবর্তী শুনানি হবে চলতি বছরের ২ এপ্রিল ।

তবে লোকসভা ভোটের আগে সুপ্রিম কোর্টের এই রায়কে ঘিরে জল্পনা তুঙ্গে । রাজনৈতিক বিশেষজ্ঞদের আশঙ্কা এই রায় বহু জন সমাজ পার্টির শীর্ষ নেত্রী মায়াবতী রাজনৈতিক দিক থেকে যথেষ্ট চাপে রাখবে ।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here