শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
নিট সুপার স্পেশালিটি মামলায় সুপ্রিম কোর্টের তীব্র তিরস্কারের মুখে পড়তে হল কেন্দ্রকে। ক্ষমতার খেলার মধ্যে দেশের তরুণ চিকিৎসকদের ফুটবলের মতো ব্যবহার করবেন না। কিছু ‘অসংবেদনশীল আমলার হাতে’ তরুণ চিকিৎসকদের ভবিষ্যৎ নষ্ট হতে দেওয়া যাবে না স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন দুই বিচারপতি।
গত ২৩ জুলাই বিজ্ঞপ্তি জারি হয় নিট সুপার স্পেশালিটি পরীক্ষার, এরপরে ৩১ অগাস্ট পরিবর্তন করা হয় পরীক্ষার সিলেবাসে। আগামী ১৩ ও ১৪ নভেম্বর নেওয়া হবে নিট সুপার স্পেশালিটি পরীক্ষা। এত বছরের সিলেবাসে শেষ মুহূর্তের পরিবর্তনে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তরুণ চিকিৎসকেরা।
এই মামলায় মঙ্গলবার আদালত নির্দেশ দিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে ন্যাশনাল মেডিক্যাল কমিশন ও ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশনের সঙ্গে বৈঠক করে সিলেবাস বদলের কারণ জানাতে হবে। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি বি ভি নাগরত্নার বেঞ্চ এদিন কেন্দ্রের আইনজীবী, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটীকে এই নির্দেশ দেন।
আরও পড়ুনঃ পিএসি চেয়ারম্যান পদে মুকুলের বহাল বিষয়ে ৭ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে স্পিকারকেঃ হাইকোর্ট
আদালত জানিয়েছে, এই বিষয়ে প্রতিষ্ঠানগুলি ও কেন্দ্রের তরফে জোরালো যুক্তি না মিললে কঠোর পদক্ষেপ করা হবে। বিচারপতিরা বলেন, ‘‘ক্ষমতার খেলার মধ্যে দেশের তরুণ চিকিৎসকদের ফুটবলের মতো ব্যবহার করবেন না। আপনারা বৈঠক করে নিজেদের ঘর ঠিক করুন। কিছু অসংবেদনশীল আমলার হাতে দেশের তরুণ চিকিৎসকদের ভবিষ্যৎ নষ্ট হতে দেব না আমরা।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584