কেন্দ্র-রাজ্যের গাফিলতির কারণেই পরিযায়ীদের দুর্দশা বাড়ছে, নোটিশ সুপ্রিম কোর্টের

0
39

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

করোনাভাইরাসের দাপটে ত্রস্ত গোটা বিশ্ব। করোনার কবলে ভারতও। আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। এই মুহূর্তে চতুর্থ দফার লকডাউনের আওতায় রয়েছে গোটা দেশ। এহেন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের দুর্দশা নিয়ে সরব হল দেশের সর্বোচ্চ আদালত। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, পরিযায়ী শ্রমিকদের দুর্দশা দূর করতে কী পদক্ষেপ করা হয়েছে, তা জানতে চেয়ে মঙ্গলবার কেন্দ্র, রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে নোটিস দিল সুপ্রিম কোর্ট

supreme court | newsfront.co
ফাইল চিত্র

আগামী ২৮ মে এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। পরিযায়ী শ্রমিকদের সাহায্যের জন্য সলিসিটর জেনারেল তুষার মেহতাকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। পরিযায়ী শ্রমিকদের দুর্দশা নিয়ে এই মামলাটি গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, লকডাউনের কারণে দেশের বিভিন্ন রাজ্যে আটকে পড়েছে বহু পরিযায়ী শ্রমিক।

আরও পড়ুনঃ লাদাখের পরিস্থিতি খোলসা করুক কেন্দ্র চান রাহুল

কিন্তু করোনা সংক্রমণ আরও ছড়িয়ে পড়তেই লকডাউনের সময়সীমা বেড়ে যায়। ফলে অভুক্ত থাকতে হচ্ছে ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের। মাথার উপর ছাদটুকুও আর মিলছে না। সেই কারণে বিভিন্ন সময়ে পরিযায়ীদের বিক্ষোভ করেছেন। সম্প্রতি ট্রেনে, বাসে করে পরিযায়ীদের ভিন রাজ্য থেকে বাড়িতে ফেরানোর ব্যবস্থা করেছে সরকার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here