আজহার হুসেইন, কাশ্মীর:
অমরনাথ যাত্রার উপর স্থগিতাদেশের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। করোনা সংক্রমণ রুখতে এবছরের অমরনাথ যাত্রা বন্ধ রাখা উচিত বলে করে মামলা করা হয়। সোমবার সেই মামলার শুনানিতে অমরনাথ যাত্রা বন্ধ করতে নারাজ বলে জানাল দেশের সর্বোচ্চ আদালত।
জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ আজকের শুনানিতে জানায় যে সুপ্রিমকোর্ট সেই সমস্ত ইস্যুতে নাক গলাবে না যেগুলো স্থানীয় প্রশাসনের ব্যাপার। জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় বলেন যে সুপ্রিম কোর্ট ক্ষমতার বিকেন্দ্রীকরণকে সম্মান জানায়, তাই উচিত হবে না জেলা প্রশাসনের ক্ষেত্রে নাক গলানো।
শ্রী অমরনাথ বরফানি ল্যাঙ্গার অরগানাইজেশন করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষদের জন্য এবছরের অমরনাথ যাত্রা বাতিল করা নিয়ে কেন্দ্র সরকার, কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীর কর্তৃপক্ষ এবং শ্রী অমরনাথ জি শ্রীণ বোর্ডকে নির্দেশ দেওয়ার আবেদন জানায় সুপ্রিম কোর্টে।তারা এবছর অমরনাথ ধামের পুজোর ইন্টারনেট ও টিভিতে সরাসরি সম্প্রচারের আবেদন করে যাতে করে কোটি কোটি দেশবাসী এবছর অমরনাথ ধামের পুজো দেখতে পায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584