কৃষক আন্দোলনে অবরুদ্ধ সড়ক মুক্ত করার মামলায় ৪৩ টি সংগঠনকে নোটিস সুপ্রিম কোর্টের

0
81

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে সিঙ্ঘু ও তিকরি সীমান্তে অবস্থান আন্দোলন চালাচ্ছে বিভিন্ন কৃষক সংগঠনগুলি। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আন্তঃরাজ্য ও জাতীয় সড়ককে অবরোধমুক্ত করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল কেন্দ্র। আদালত ইতিমধ্যেই জানিয়েছিল যে, কৃষকদের আন্দোলনের জন্য রাস্তা অবরুদ্ধ করে রাখা ঠিক নয়।

Supreme Court

এরই মাঝে অবরুদ্ধ সড়কগুলি অবরোধ মুক্ত করার জন্য অন্তর্বর্তী আবেদন জানায় হরিয়ানা সরকার। পাশাপাশি এই মামলায় কৃষক সংগঠনগুলিকেও পার্টি করার আবেদন জানায় সরকার। সেই প্রেক্ষিতে এবার ৪৩টি কৃষক সংগঠনকে নোটিস দিল সুপ্রিম কোর্ট।

ক্রান্তিকারি কিষান সংগঠন, ভারতীয় কিষান ইউনিয়ন, মহিলা কিষান অধিকার মঞ্চ, কিষান মজদুর কমিটি সহ ৪৩টি সংগঠনের সভাপতিকে নোটিস জারি করা হয়েছে।সাধারণ মানুষের সুবিধার জন্য রাস্তাগুলিকে অবরোধমুক্ত করার আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুনঃ “বিশ্বভারতীর পড়ুয়ারা নেশাখোর, একথা জানলে আত্মহত্যা করতেন রবীন্দ্রনাথ”: অনুব্রত

আদালত জানিয়েছে, যদি প্রতিবাদ আন্দোলন চলতে থাকে তবে অন্তত এটুকু নিশ্চিত করা হোক যাতে আন্তঃরাজ্য ও জাতীয় সড়কগুলি একেবারে অবরুদ্ধ না হয়ে পড়ে।এবং এই রাস্তাগুলি ব্যবহার করতে সাধারণ নাগরিকদের যেন বড় কোনও সমস্যা না হয় তাও নিশ্চিত করা প্রয়োজন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২০ অক্টোবর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here