সাংসদ-বিধায়কদের বিরুদ্ধে চলতে থাকা মামলায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে সিবিআই, ইডি

0
55

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

জনপ্রতিনিধিদের বিরুদ্ধে চলতে থাকা মামলা প্রসঙ্গে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে সিবিআই, ইডির মত কেন্দ্রীয় সংস্থাগুলি। প্রধান বিচারপতি এন ভি রামানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির কাছে সরাসরি জানতে চাইলেন,বছরের পর বছর কেটে গেলেও কেন সাংসদ, বিধায়কদের বিরুদ্ধে চলতে থাকা মামলায় চার্জশিট জমা পড়ে না?

Supreme court

‘ইডি শুধুমাত্র অভিযুক্ত জনপ্রতিনিধিদের সম্পত্তিই বাজেয়াপ্ত করছে, তার পরে আর কিছু এগোচ্ছে না,” রীতিমত ক্ষোভ প্রকাশ করে এমনটাই বলেন বিচারপতিরা। প্রধান বিচারপতি এন ভি রামানা বলেন যে, এ ভাবে যাতে তদন্ত দীর্ঘসূত্রী না করেন তদন্তকারীরা। যথেষ্ট কড়া ভাবে তিনি বলেন, “ চার্জশিট জমা করুন৷ আমরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থগুলির মনোবল ভাঙতে চাই না বলেই তাঁদের বিরুদ্ধে কিছু বলছি না৷ কিন্তু যে পরিমাণ মামলা জমে রয়েছে, সেই সংখ্যাই সবকিছু বলে দিচ্ছে৷’ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ মনে করিয়ে দেয়, মানুষকে সুবিচার পাইয়ে দিতে দ্রুত মামলার নিষ্পত্তি করতে হবে৷

আরও পড়ুনঃ চাকরি ক্ষেত্রে ২২ শতাংশ আসন সংরক্ষিত, তফসিলি জাতি উন্নয়ন কাউন্সিলের বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তিন বিচারপতিই সহমতের ভিত্তিতে জানান, জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শেষ হতে কেন এত সময় লাগে, তার কোনও সুস্পষ্ট কারণ জানাতে পারেনি কেন্দ্রীয় এজেন্সিগুলি৷ তবে বিচারপতিরা এও স্বীকার করেন যে, বিচার ব্যবস্থার মতোই কেন্দ্রীয় এজেন্সিগুলির উপরেও বিপুল কাজের চাপ থাকে৷ কর্মী সংখ্যাও পর্যাপ্ত থাকে না৷

আরও পড়ুনঃ ৬ লক্ষ কোটি টাকার ‘ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন’ চালুর ঘোষণা অর্থমন্ত্রীর

কেন্দ্রের পক্ষে সওয়াল করতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা স্বীকার করে নেন, জনপ্রতিনিধিদের বিরুদ্ধে চলা মামলাগুলির তদন্তে সত্যিই গতি বাড়ানো প্রয়োজন৷ কেন এই সব মামলার ক্ষেত্রেই তদন্তে দেরি হচ্ছে, পরবর্তী শুনানির দিন আদালতকে তা জানানোর জন্য সলিসিটর জেনারেলকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here