শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
২৭ অক্টোবর, বুধবার পেগাস্যাস মামলার রায় ঘোষণা করতে চলেছে সুপ্রিম কোর্ট। ২৩ সেপ্টেম্বরের শুনানিতে প্রধান বিচারপতি এন ভি রামানা বলেন, আদালত এই মামলায় একটি ‘টেকনিক্যাল কমিটি’ গঠন করার কথা ভাবছে। কিন্তু সে নির্দেশ জারির ক্ষেত্রে কিছুটা দেরি হচ্ছে, তার কারণ এই কমিটিতে থাকতে আগ্রহী ব্যক্তিদের চিহ্নিত করতে কিছু সময় লাগছে।
তার আগে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, বিষয়টি জাতীয় নিরাপত্তার সাথে জড়িত তাই সব তথ্য জন সমক্ষে প্রকাশ করা সম্ভব নয়। সরকার কি সফটওয়্যার ব্যবহার করে সে তথ্য সন্ত্রাসবাদীদের হাতে পরলে বিঘ্নিত হবে জাতীয় নিরাপত্তার বিষয়টি। বরং কেন্দ্র একটি ‘টেকনিক্যাল কমিটি’ গঠন করতে সম্মত হয়েছে, সে তদন্ত রিপোর্ট কমিটি আদালতে জমা দেবে।
আরও পড়ুনঃ পরিযায়ীদের জন্য রাজ্যেই কর্মসংস্থানের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
উত্তরে প্রধান বিচারপতি এনভি রামানা ও বিচারপতি সূর্যকান্ত বলেন, দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য আদালত আদৌ জানতে চায় না। আদালতের বিচার্য, কেন্দ্র এমন কোন পদ্ধতি অবলম্বন করেছে কিনা যা দেশের আইনের পরিপন্থী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584