হিজাব মামলার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ শীর্ষ আদালতে

0
57

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

হিজাব মামলায় কর্ণাটক হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ৫ ছাত্রী। তাঁরা সুপ্রিম কোর্টে এই মামলার জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানান। সেই আর্জি খারিজ করে শীর্ষ আদালত জানিয়ে দিল হোলির ছুটির পরে এই মামলার শুনানির বিষয়টি পর্যালোচনা করা হবে।

Hijab Row

গত জানুয়ারি মাসে কর্নাটকের উদুপির একটি সরকারি কলেজে হিজাব পরিহিত ছাত্রীদের ঢুকতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। এরপরই সে রাজ্য়ে সরকারি নির্দেশিকা জারি করা হয় যে, হিজাব পরে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করা যাবে না। এর পরেই হিজাব পরে শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়ার দাবিতে স্কুল-কলেজের বাইরে বিক্ষোভ শুরু হয়, পাশাপাশি বেশ কিছু পড়ুয়া হিজাব পরার বিরোধিতা করে কলেজে গেরুয়া শাল পরে আসতে শুরু করেন। শিক্ষা প্রতিষ্ঠানে কোনও প্রকার ধর্মীয় পোশাক পরে আসার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিতর্কের শেষ পর্যন্ত গড়ায় আদালত অবধি। শুনানি চলাকালে কর্ণাটক হাইকোর্ট অন্তর্বর্তীকালীন নির্দেশ দেয় মামলার চূড়ান্ত রায়দান না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে সমস্ত রকম ধর্মীয় পোশাকের ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে। গত এক মাস ধরে শুনানি চলার পর অবশেষে গতকাল কর্নাটক হাইকোর্ট এই মামলার রায় ঘোষণা করে আদালত। মামলার রায়ে আদালত বলে ইসলাম ধর্মাচরণে অপরিহার্য নয় হিজাব।

আরও পড়ুনঃ আইন না জেনেও নিজের মামলার সওয়াল করছেন নিজেই, বেআইনি নির্মানের বিরুদ্ধে লড়াই শগুফতার

কর্ণাটক হাইকোর্টের এই রায়ে সন্তুষ্ট না হওয়ায়, মামলাকারী পাঁচজন ছাত্রীই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তাদের তরফে আইনজীবী সঞ্জয় হেগড়ে জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানান। তবে এদিন সুপ্রিম কোর্টের তরফে জরুরি ভিত্তিতে মামলার শুনানির আর্জি খারিজ করে দেওয়া হয়। হোলির ছুটি শেষ হওয়ার পর এই সংক্রান্ত আর্জিগুলির শুনানি করা হবে কিনা, তা বিচার করে দেখা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here