করোনা সংক্রমণে সাংসদের আর্থিক অনুদান রাজ্যকে

0
38

সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ

নিজের এলাকায় করোনা সংক্রমণ রক্ষার ব্যবস্থা করতে নিজস্ব তহবিল থেকে এক কোটি ষাট লক্ষ টাকা অনুদানের কথা ঘোষণা করলেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ সুরেন্দ্র সিংহ আহ্লুয়ালিয়া।

Surendra Singh | newsfront.co
ফাইল চিত্র

এই টাকার মধ্যে এক কোটি টাকা পূর্ব বর্ধমানের স্বাস্থ্য ব্যবস্থার জন্য এবং পঞ্চাশ লক্ষ টাকা দুর্গাপুর মহকুমা হাসপাতালের জন্য বরাদ্দ করেছেন তিনি। বাকি দশ লক্ষ টাকা বর্ধমান সংশোধনাগারে প্রয়োজনীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে অনুদান করেছেন।

আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় রাজ্যকে আর্থিক অনুদান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রীর

এ বিষয়ে বর্ধমানের বাসিন্দারা বলছেন, করোনা প্রতিরোধে কেন্দ্র এবং রাজ্য সরকারের ভূমিকা যথেষ্ট প্রশংসাযোগ্য। কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তবে একই সাথে বাসিন্দাদের বক্তব্য, সাধারণ মানুষ অনেকেই সচেতন হচ্ছে না।

অনেক সময়ে বেশ কিছু মানুষ আড্ডা দিচ্ছেন। পরে পুলিশ দেখলে তারা চলে হচ্ছেন। পুলিশের পক্ষ থেকে বর্ধমান সদর শহর এবং অন্যান্য অঞ্চলে করোনা ভাইরাস প্রতিরোধে কি কি সর্তকতা নেওয়া দরকার, ক্রমাগত তার প্রচার চালানো হচ্ছে। তারপরেও মানুষের হুশ কেন ফিরছে না তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here