নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
চেন্নাই সুপার কিংস দলে দেখা দিয়েছে করোনা। তাই ব্যক্তিগত কারণ দেখিয়ে পরিবারের সুরক্ষার জন্য ২০২০ আইপিএল থেকে সরে গিয়েছেন সুরেশ রায়না। যা বড় ধাক্কা সিএসকে শিবিরে।

তবে চেন্নাই সুপার কিংস দলের কর্ণধার এন শ্রীনিবাসন অবশ্য রায়নার আইপিএল ত্যাগের সিদ্ধান্তের জন্য তাকে ঘুরিয়ে এক হাত নিচ্ছেন। তিনি বলছেন, রায়না ঠিক টাকার জন্য ফিরবেন আইপিএলে। তিনি বলেন ”আজকালকার ক্রিকেটারদের সমস্যা হল, ওঁরা নিজেদেরই প্রধান চরিত্র ভাবে।
আরও পড়ুনঃ পরিবারের কথা ভেবেই আইপিএল থেকে সরলেন রায়না
আগেকার দিনের রাগী অভিনেতাদের মতো। কিন্তু এখন সব কিছুতে প্রতিযোগিতা বেড়ে গিয়েছে। কখনও কখনও সাফল্য মাথা ঘুরিয়ে দেয় তারা ভাবে না অন্য কেউ বাইরে অপেক্ষা করছে তাঁর জায়গা নেওয়ার জন্য।’
শ্রীনি আরও বলেন, ‘করোনা পরিস্থিতি আমি আগে ধোনির সঙ্গে কথা বলেছিলাম এবং ও সবাইকে আশ্বস্তও করেন, যে পরিস্থিতি যাইহোক তিনি শিবির ছেড়ে যাবে না। সেখানে রায়না এমন কেন করল জানি না। তবে আমি মনে করি যে, এখনও মরসুম শুরু হয়নি।
আরও পড়ুনঃ পাঠান কোটে হামলা রায়নার পরিবারের উপর
রায়না নিশ্চয়ই নিজের ভুল বুঝতে পারবে। এতগুলো টাকা ও হাতছাড়া করতে চাইবে না। নিশ্চই দলের সঙ্গে যোগ দেবে ওর জন্য দরজা খোলা।’ চেন্নাই সুপার কিংসে খেলার জন্য ১১ কোটি টাকা প্রত্যেক বছর নেন রায়না, যদিও তাঁর বিকল্প নেওয়ার কথাও সিএসকে শিবিরে এখনও শোনা যাচ্ছে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584