নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুর শহরে সোমবার সিপিএম দলের পক্ষ থেকে একটি বর্ধিত সভার আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন জেলা কমিটির সমস্ত নেতা কর্মী সহ দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও জেলা সম্পাদক তরুণ রায়।এদিন এই বৈঠকে দলের বার্ষিক বৈঠক ছাড়াও কংগ্রেসের সঙ্গে জোট করে এগিয়ে চলার বিষয়ে একগুচ্ছ পরামর্শ দিয়েছেন সূর্যকান্ত।

দলীয় বৈঠকের পর সাংবাদিকদের সামনে বিশ্বভারতী প্রসঙ্গে সূর্য কান্ত মিশ্র বলেন-“বিশ্বভারতী নিয়ে উপাচার্য যে মন্তব্য করেছেন তার পেছনের কারণ আমরা জানি। উনি কোথা থেকে নিয়ন্ত্রিত, আরএসএস ও বিজেপির দ্বারা, সেটা আমরা জানি।

সেই সঙ্গে তৃণমূল যে কার্যকলাপ করেছে সেখানে আমরা দুটোরই নিন্দা করি।”সেই সঙ্গে তিনি বলেন-“আমরা দলের কর্মীদের বলেছি বিজেপি ও তৃণমূল বিরোধী যে ভোট রয়েছে,সেই ভোটকে একত্রিত করার জন্য কর্মীদের সক্রিয় ভাবে কাজ করতে হবে।

সমস্ত রকম ভাবে লড়াই করতে হবে আমাদের।” বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে সিপিএমের রাজ্য সম্পাদক বেশ কিছু কর্মসূচি পালন করার জন্য দলের জেলা নেতৃত্বদের নির্দেশ দেন।তিনি এখন থেকেই দলীয় কর্মীদের কাজ করার আহ্বান জানান।বিজেপি ও তৃণমূলের দুর্নীতি ও অনৈতিক কাজ কর্মের কথা মানুষের কাছে তুলে ধরার নির্দেশ দেন সূর্য কান্ত মিশ্র।
আরও পড়ুনঃ জলমগ্ন এলাকা পরিদর্শনে আধিকারিকরা
২০২১ সালের বিধানসভা নির্বাচনে সিপিএম ও কংগ্রেস জোট করে নির্বাচনে লড়বে তা এক কথায় বুঝিয়ে দিলেন সূর্যকান্ত। বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে বাম – কংগ্রেস জোট যে এক ইঞ্চি জায়গা ছাড়বে না তা সূর্য বাবুর কথায় ফুটে ওঠে এদিন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584