নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
তৃণমূল-বিজেপি গাঁটছড়া বাঁধছে, রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে এক সভায় এসে এমনই বললেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল কমিউনিস্ট পার্টির শতবর্ষকে সামনে রেখে এক শীর্ষ সেমিনারে এসে তৃণমূল বিজেপিকে এনআরসি প্রসঙ্গেও বিঁধলেন সূর্যকান্ত।
জানা যায়, চলতি বছরের ১৭ অক্টোবর কলকাতার নেতাজি ইনডোরে কমিউনিস্ট পার্টির ১০০ বছর পূর্তি উৎসবের সূচনা হয়। রাজ্যের বিভিন্ন এলাকায় এই ধরনের সেমিনারের আয়োজন করছে কমিউনিস্ট পার্টি।
এদিনের এই সভাতে বক্তব্য রাখতে গিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, এনআরসি মুখ্যমন্ত্রী লোক দেখানো আন্দোলন করছে, আর এদিকে তিনি এনআরসির জন্য ডিটেনশন ক্যাম্প করার জন্য জায়গা খুঁজছেন। এদিন তিনি কেন্দ্রের বিজেপি সরকার কেউ একহাত নেন, তিনি বলেন চিদাম্বরমের মতো মানুষকেও বর্তমানে ইডি গ্রেফতার করছে। কিন্তু সামান্য এ রাজ্যের একজন পুলিশকর্তাকে গ্রেপ্তার করতে পারেনি।
আরও পড়ুনঃ এআইইউটিইউসি-র জেলা সম্মেলন পূর্ব মেদিনীপুরে
এর থেকে স্পষ্ট যে তৃণমূল আর মোদী গাঁটছড়া বাঁধছে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সূর্যকান্ত মিশ্র, পশ্চিম মেদিনীপুর জেলার সম্পাদক তরুণ রায়,সহ একাধিক সিপিএমের নেতা। এদিন কমিউনিস্ট পার্টি গড়ে ওঠার ইতিহাস শোনা যায় একাধিক নেতাকর্মীদের মুখে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584