সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ
অবশেষে উদ্ধার অপহৃত বিজেপি সদস্য মৃনালকান্তি নস্কর। মন্দিরবাজার থানায় নিজে আত্মসর্মপন করেন মৃনাল।অভিযোগ চলতি মাসের গত ৭ তারিখে ডায়মন্ড হারবার থানার কোর্ট চত্ত্বর থেকে অপহৃত হয় বলে অভিযোগ নস্কর পরিবারে।ডায়মন্ড হারবার থানা সহ মন্দির বাজার থানায় লিখিত অভিযোগ করে মৃনালকান্তির দাদা দুলাল নস্কর।তিন দিনের মাথায় নিজে আত্মসর্মপন করে মন্দির বাজার থানার পুলিশের কাছে। অভিযোগ নবম পঞ্চায়েত নির্বাচনে ১৬ টি আসনের মধ্যো ৭টি তৃনমূল ৭টি বিজেপি একটি নির্দল পায় । পরে নির্দল একটি একটি করে বিজেপি ও তৃনমূলে যোগ দেন ফলে বিজেপির মৃনালকান্তিকে তৃনমূলে আনার জন্য অপহরন করে বলে দাবি করেন বিজেপি নেতৃত্ব।যদিও অপহৃতের দাবি অপহৃত হননি তিনি। দিদির বাড়ি থেকে বন্ধুর বাড়িতে গিয়েছিলেন। ঘটনার জেরে চাঞ্চল্য এলাকা।যে পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।তারা নির্দোষ বলে দাবি মৃনালকান্তির।
আরও পড়ুনঃ শ্বশুরবাড়ি থেকে মেয়ের প্রেসক্রিপশন আনতে গিয়ে খুন পিতা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584