সুদীপ পাল, বর্ধমানঃ
বাঙালি ইতিহাস বিস্মৃত জাতি।তাঁদের স্মরণ ও দৈনন্দিন জীবনে তাদের আদর্শের প্রতিফলনের জন্য মনীষীদের মূর্তি গড়া হয়। কিন্তু স্মরণ তো দূরে থাক মূর্তিটিকে সামান্য যত্ন করা হচ্ছে না,অযত্নে পড়ে রয়েছে দুর্গাপুর সিটি সেন্টারের আদালত ও মহকুমা প্রশাসনিক কার্যালয়ের অদূরে থাকা বিপ্লবী সূর্য সেনের মূর্তি।১৯৮১-র ৮ ফেব্রুয়ারি স্বাধীনতা সংগ্রামী গণেশ ঘোষ মূর্তির আবরণ উন্মোচন করেছিলেন। বাসিন্দাদের অভিযোগ মূর্তির প্রতি কোনো রকম যত্ন নেওয়া হয় না। আশপাশে গাছপালা শাখা-প্রশাখা ছড়িয়েছে। মূর্তির আশপাশে নোংরা আবর্জনা পড়ে।স্থানীয় বাসিন্দাদের আক্ষেপ, এখনই যদি মূর্তির এরকম অবস্থা হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে?
এবিষয়ে দুর্গাপুর পুরসভার ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন,‘‘মেয়রের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’’
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584