কাটমানির ফেরতের দাবিতে প্রাক্তন প্রধানের বাড়ি ঘেরাও

0
32

মনিরুল হক, কোচবিহারঃ

সারা রাজ্যের সাথে কোচবিহারেও কাটমানি ইস্যুকে সামনে রেখে বিক্ষিপ্ত আন্দোলন অব্যাহত। রবিবার কোচবিহার গুড়িয়াহাটি এক গ্রাম পঞ্চায়েতের ১৪৪ নম্বর বুথের কালিঘাট রোড এলাকায় কাটমানি ফেরতের দাবী নিয়ে এই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান পাপিয়া হোড়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা।

surrounded ex pradhan house | newsfront.co
ঘেরাও।নিজস্ব চিত্র

তাদের অভিযোগ, ওই প্রধান জোর করে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন কাজের টাকা আদায় করেছিলেন। এছাড়াও বিভিন্ন কাজের জন্য বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেবার নামে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করছেন তিনি এই অভিযোগও আনেন গ্রামবাসীরা। যদিও যার বিরুদ্ধে এত বড় অভিযোগ সেই পঞ্চায়েত প্রধান পাপিয়া হোড়কে বাড়িতে গিয়ে পাওয়া যায়নি।
তবে তাঁর স্বামী স্নেহাংশু হোড় বলেন, রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে রেখে গ্রামে অশান্তি সৃষ্টি করার জন্যই এধরনের অভিযোগ করা হচ্ছে গ্রামবাসীদের সামনে রেখে।

আরও পড়ুনঃ কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড সাব ইনস্পেক্টর

তিনি আরও বলেন আমরা কোনও নাগরিককে কখনই ধমক চমক দিইনি। এছাড়াও এই গ্রামে যেসমস্ত উন্নয়ন হয়েছে তা আমরা স্বচ্ছ ভাবেই করেছি কোনও দুর্নীতি সাথে কোনোভাবে যোগ ছিল না আমাদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here