মনিরুল হক,কোচবিহারঃ

কাটমানি ইস্যুতে কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন কল্যাণী পোদ্দারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাল বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সমিতি। ওই ঘটনায় উত্তেজনা ছড়ায় মাথাভাঙ্গা শহরে।
বৃহস্পতিবার কল্যাণী পোদ্দারের বাড়িতে মিছিল করে গিয়ে বাড়ি ঘেরাও করে ওই সংগঠনের সদস্যরা।
তাঁদের অভিযোগ,দিনের পর দিন বদলি করিয়ে দেওয়ার নাম করে দালাল মারফৎ টাকা নিয়েছেন কল্যাণী দেবী।
যদিও সেই সময় কল্যাণী দেবী বাড়িতে ছিলেন না বলে জানা গিয়েছে।পরে মাথাভাঙ্গা থানার পুলিশ এসে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়।

বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তপন কুমার ভৌমিক বলেন,“আমরা কাটমানি ইস্যুতে কল্যাণী দেবীর বাড়ি ঘেরাও করেছে। আমাদের সাথে শতাধিক প্রতারিত শিক্ষক রয়েছেন। অবিলম্বে আমরা কাটমানির টাকা ফেরত চাই। অন্যথায় আমরা তার বাড়ির সামনে অনশন করব।”
বিজেপি প্রভাবিত ওই সংগঠন ঘেরাও ও বিক্ষোভের কর্মসূচী করলেও মানতে নারাজ কল্যাণী দেবী।
এদিন তিনি বলেন,আমার বাড়ি কেউ ঘেরাও করেন নি। তবে একটি শিক্ষক সংগঠনের কিছু মানুষ বাড়ির সামন দিয়ে মিছিল করে যায়। তবে কাটমানি ইস্যুতে আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা ভিত্তিহীন। প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ ও বদলি সংক্রান্ত বিষয়গুলি সরকারি নিয়ম মেনে রাজ্যস্তর থেকে হয়ে থাকে।এবিষয় আমার কোন হাত নেই। হঠাৎ করে কেনও তারা কাটমানি ইস্যুতে আমার বাড়ির সামনে দিয়ে মিছিল করে গেল। এই নিয়ে আমি হাইকোর্টে মানহানির মামলা দায়ের করবো ওই শিক্ষক সংগঠনের নেতৃত্বের বিরুদ্ধে।
যদিও এ প্রসঙ্গে কল্যাণী দেবীর স্বামী মাথাভাঙ্গা পৌরসভার ভাইস চেয়ারম্যান চন্দন দাস বলেন, “অফিসে ব্যাপার তারা বাড়িতে কেন ? কেনই বা তারা জয় শ্রীরাম বলে ধ্বনি দিয়ে বাড়ির সামনে এলো। একটি শিক্ষক সংগঠন হয়ে কি করে তারা এটা করলো তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আমি যতটুকু জানি প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সমস্ত কিছু ডিপিএসসি থেকে সরকারি নিয়ম মেনে করা হয়। আমার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সম্মান হানী করা হচ্ছে।
আরও পড়ুনঃ তৃণমূল সমর্থিত স্ব-সহায়ক দলের প্রধানের বিরুদ্ধে স্থানীয় মহিলাদের বিক্ষোভ
প্রসঙ্গত,গোটা রাজ্যের সাথে কাটমানি ইস্যুতে আন্দোলন হচ্ছে কোচবিহারে।তারই একটি পদক্ষেপ এই ঘেরাও কর্মসূচী।ইতিমধ্যে কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন তথা তৃণমূল কংগ্রেস নেত্রী কল্যাণী পোদ্দারের বিরুদ্ধে অবৈধ সম্পত্তির করার অভিযোগ ওঠে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584