নিরাপত্তার দাবীতে থানা ঘেরাও চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীদের

0
89

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

Surrounded police station on demand of security
থানা ঘেরাও।নিজস্ব চিত্র

চিকিৎসক,নার্স ও হাসপাতাল কর্মীদের নিরাপত্তার দাবীতে থানা ঘেরাও -এর পাশাপাশি ইসলামপুর ম্যাজিস্ট্রেটের কাছে স্মারক লিপি দিলেন ইসলামপুর হাসপাতালে চিকিৎসক নার্স ও হাসপাতাল কর্মীরা।

Surrounded police station on demand of security
আন্দোলনরত নার্স।নিজস্ব চিত্র

তাদের অভিযোগ রোগী আত্মীয়রা তাদের উপর যেভাবে অত্যাচার ও মারধোর করেছে তারই নিরাপত্তার দাবিতে তাদের এই কর্মসূচী।

গত ২৭ তারিখে যারা হাসপাতালে ভাঙ্গচুর ও তাদেরকে যারা মারধোর করেছে তাদের উপযুক্ত শাস্তির দাবি করেন তারা।ওই দিনের ঘটনায় মৌলানা আবজুল নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Surrounded police station on demand of security
মিছিল।নিজস্ব চিত্র

ঘটনায় আরও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে তারা ইসলামপুর শহরে মিছিল করে ইসলামপুর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দেওয়ার জন্য গেলে মহকুমা শাসক না থাকায় ইসলামপুর ম্যাজিস্ট্রেট খুসিদ আলমের কাছে স্মারকলিপি প্রদান করেন।

Surrounded police station on demand of security
স্মারকলিপি প্রদান।নিজস্ব চিত্ত

উল্লেখ্য,চলতি মাসের ২৭ তারিখে রাতে ইসলামপুর থানার বলঞ্চা গ্রামের বাসিন্দা ৬২ বছরের বৃদ্ধ মুসতাকিনের মৃত্যু হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে।এই মৃত্যুর ঘটনায় চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে মৃতের পরিবারের লোকজন হাসপাতালে ভাঙচুর চালানোর পাশাপাশি হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ও নার্সকে ব্যাপক মারধর করে।
এই ঘটনায় ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালের চিকিৎসক থেকে নার্সিং স্টাফেরা।এরই প্রতিবাদে ইসলামপুর হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে নার্স ও কর্মীদের নিরাপত্তার দাবীতে ইসলামপুর ম্যাজিস্ট্রেটের কাছে স্মারক লিপি দেন।

আরও পড়ুনঃ সম্মান পান না,দলীয় কার্যালয় থেকে সাইনবোর্ড খুলে ফেললেন তৃণমূল কাউন্সিলর

Surrounded police station on demand of security
পার্থ ভদ্র,আন্দোলনরত চিকিৎসক,ইসলামপুর মহকুমা হাসপাতাল।নিজস্ব চিত্র

ইসলামপুর হাসপাতালে চিকিৎসক পার্থ ভদ্র জানিয়েছেন,ওই দিনের ঘটনা একজন করেনি অনেকজন মিলে করেছে। যারা ওই ঘটনায় জড়িত আছে তাদেরকে সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে।পাশাপাশি হাসপাতালের সমস্ত চিকিৎসা, নার্স ও কর্মীদের নিরাপত্তা দিতে হবে বলে জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here