নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা ভাইরাস মোকাবিলায় হাট বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন গোয়ালপোখর ব্লকের সূর্যপুর হাটের ব্যবসায়ীরা। সপ্তাহে বুধবার ও রবিবার হাট বসে সূর্যপুরে। জানা গিয়েছে, সূর্যপুর ১ গ্রাম পঞ্চায়েতের সদস্য ও স্থানীয় ব্যবসায়ীরা বুধবার ও রবিবার হাট না বসানোর সিদ্ধান্ত নেন।
তবে, প্রতিদিন যেমন বাজার বসে সেই মত সকাল বিকালে বাজার বসবে। সূর্য্পুর বাজার কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন জানিয়েছেন, ‘স্থানীয় ব্যবসায়ী সমিতির তরফে সমস্ত দোকানে দোকানে গিয়ে বুধবার ও রবিবার হাট বন্ধ রাখার আবেদন জানিয়েছি। কারণ, সূর্যপুর হাট বাংলা-বিহার সীমান্ত এলাকায় অবস্থিত। ওই হাটে বিহার থেকে হাজার হাজার মানুষের সমাগম হয়।
আরও পড়ুনঃ উত্তর দিনাজপুরে ঝড়ে ভুট্টায় ক্ষতি ৯০ কোটি
বিহারের কিষানগঞ্জে করোনা আক্রান্তের খোঁজ মেলায় আতঙ্ক ছড়িয়েছে সূর্যপুর এলাকায়। সিদ্ধান্ত অনুযায়ী, লকডাউনের মধ্যে বন্ধ থাকবে হাট। তবে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান খোলা থাকবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584