সুদীপ পাল, বর্ধমানঃ
নাগরিকত্ব( সংশোধনী) আইন এবং এনআরসির বিরোধিতা নিয়ে সিপিএম একাধিক কর্মসূচি আয়োজন করেছে। গতকাল দুর্গাপুর সিটি সেন্টারে মিছিল করেছিল সিপিএম।
দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র দলীয় কর্মীদের সাথে পায়ে পা মেলান। তিনি ছাড়াও জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, রাজ্য কমিটির সদস্য আভাস রায়চৌধুরি প্রমুখরা ছিলেন। গতকালের মতো এদিনও সিপিএমের দুর্গাপুরে একাধিক কর্মসূচি রয়েছে।
আরও পড়ুনঃ বিদ্রোহের পরে ‘স্বচ্ছ-ভারত’ অভিযান, আবর্জনা পরিস্কারে রাস্তায় জামিয়া শিক্ষার্থীরা
গতকাল সূর্যকান্ত অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় ডিটেনশন ক্যাম্প-এর জন্য জায়গা দিচ্ছেন এবং মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে এনআরসি সিএএ নিয়ে দ্বিচারিতা করছেন।
তিনি আদতে বিজেপিকে সুবিধে করে দিচ্ছেন বলে তাঁর দাবি। যদিও সূর্যকান্তবাবুর এই বক্তব্যকে মেনে নেয়নি তৃণমূল-বিজেপি। রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছেন সূর্যবাবুর এমন মন্তব্য করেছেন তৃণমূলের জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। দুর্গাপুরের নানাপ্রান্তে এদিন সিপিএম বেশকিছু কর্মসূচি নিয়েছে। মিছিল ছাড়াও পথসভার আয়োজন করছে দল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584