সূর্যাপুরী আমকে বাঁচাতে সরকারি উদ্যোগের দাবি বাসিন্দাদের

0
604

প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ

ঐতিহ্য হারাচ্ছে ইসলামপুরের সূর্যাপুরী আম। একটা সময় ইসলামপুর মহকুমার গ্রামাঞ্চলের প্রতিটি বাড়িতে সূর্যাপুরী আমের গাছ ছিল। কিন্তু বর্তমানে সেই সমস্ত আমের গাছ আর দেখাই যায় না। স্বাদ ও সুগন্ধের জন্য বিখ্যাত এই আমের চাষে আগ্রহ বৃদ্ধিতে সরকারি উদ্যোগের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

Suryapuri mango | newsfront.co
নিজস্ব চিত্র

এলাকার বাসিন্দাদের বক্তব্য, ‘১৯৫৬ সালের আগে এই মহকুমার বিস্তীর্ণ এলাকা আগে বিহারের মধ্যে ছিল। কৃষিকাজই ছিল মানুষের প্রধান জীবিকা। তখন থেকেই এলাকায় স্বাভাবিক উদ্ভিদের মতোই এখানে সেখানে সূর্যাপুরী আমের গাছ ছিল। আমের বাগানও ছিল প্রচুর। জুন মাসে এই আম পাকলে প্রতি বাড়িতেই যেন উৎসব লেগে যেত। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সব পরিবর্তন হয়েছে।

আরও পড়ুনঃ বর্ষায় জলমগ্ন হওয়া আলিপুরদুয়ার পুরসভার বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন আধিকারিকদের

ফলে সূর্যাপুরী আমের গাছ এখন এলাকায় খুব কমে গিয়েছে। কয়েক বছর আগে এলাকার কিছু আমচাষিকে সরকার থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। বর্তমানে জেলায় প্রায় ২৫০ থেকে ৩০০ হেক্টর জমিতে সূর্যাপুরী আমের চাষ হয়। ইসলামপুর মহকুমা এলাকায় এই চাষ বেশি হয়। হেক্টর প্রতি ১৫ মেট্রিক টন আমের ফলন হয়। জেলায় অধিকাংশের আমের বাগান ছোট। বড় বাগান খুব বেশি নেই।’ স্থানীয়দের অভিযোগ, ‘এই এলাকার বিখ্যাত আম এখন লুপ্ত হতে চলেছে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here