মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
করোনার জেরে গোটা বিশ্বের টালমাটাল অবস্থা। সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। খাদ্যসংকটের সম্মুখীন হয়েছেন বহু মানুষ।

এমতাবস্থায় দুঃস্থদের পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংস্থা ‘সুসম্পর্ক’। ১৪ এপ্রিল অর্থাৎ, পয়লা বৈশাখ থেকে ৫২ জন অসহায় শিশু ও তাদের পরিবারকে দৈনন্দিন ৩ কেজি চাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম মুড়ি, সাবান দিচ্ছে এই সংস্থা।
আরও পড়ুনঃ করোনা আবহে প্রানের ঝুঁকি নেওয়া সমাজকর্মীদের সামগ্রী বিতরণ গণজাগরন মঞ্চের
এ ছাড়াও বর্তমানে ওই অসহায় শিশুদের হাতে বেবি ফুড তুলে দিচ্ছে ‘সুসম্পর্ক’-এর সদস্যরা। শুধু তাই নয়, দুঃস্থ মহিলাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে শনিবার বিশেষ প্রয়োজনীয় দ্রব্য (স্যানিটারি ন্যাপকিন) ওই মহিলাদের হাতে তুলে দিল ‘সুসম্পর্ক’। এই দুর্দিনে এভাবে দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে পেরে খুশি ‘সুসম্পর্ক’-এর সদস্যরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584