নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
দীর্ঘ প্রায় দশ বছর বাদে বৃহস্পতিবার বিকালে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের বেনাচাপড়া গ্রামে নিজের জন্মস্থানে গিয়ে জনসংযোগ কর্মসূচি পালন করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা সুশান্ত ঘোষ। বৃহস্পতিবার দলের নেতাকর্মীদের নিয়ে তিনি বেনাচাপড়া গ্রামে যান।
বেনাচাপড়া গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে তিনি জনসংযোগ কর্মসূচি সারেন। সেই সঙ্গে তিনি গ্রামবাসীদের অভয় দিয়ে বলেন, “আপনারা ভয় করবেন না আপনাদের পাশে আমি রয়েছি কেউ আপনাদের ক্ষতি করতে পারবে না।” সেই সঙ্গে তিনি বলেন আগামী বিধানসভা নির্বাচনে এই এলাকার মানুষ তৃণমূল ও বিজেপিকে উপযুক্ত শিক্ষা দেবে।
তিনি গ্রামবাসীদের বলেন, “আপনাদের অনেক কষ্ট হয়েছে ,আপনাদের উপর অনেক অত্যাচার হয়েছে। আপনারা সবকিছু সহ্য করে এখনও রয়েছেন। তাই আপনাদের অনেক ধন্যবাদ এবং আপনাদের পাশে আসতে পেরে আমি গর্বিত। কারণ কেউ কারো জন্মস্থান কে ছেড়ে থাকতে পারেনা। তাই আমি আমার জন্মস্থান কে ছেড়ে দশ বছর বাইরে ছিলাম। তাই দশ বছর পরে নিজের গ্রামে ফিরে আসতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। যখন কারো কোনো অসুবিধা হবে আমাকে ফোন করবেন। আমি দ্রুত আপনাদের পাশে গিয়ে দাঁড়াবো।” এইভাবে গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে তিনি জনসংযোগ করেন।
আরও পড়ুনঃ কাঁকুড়গাছিতে শুভেন্দুর গাড়িতে হামলা, জখম উত্তর কলকাতার বিজেপি সভাপতি
সেই সঙ্গে তিনি বলেন যে, কেন্দ্র সরকার কৃষক বিরোধী যে কৃষি বিল পাস করেছে সেই কৃষি বিল কৃষকদের পক্ষে ক্ষতিকারক।ওই কৃষি বিল প্রত্যাহারের দাবিতে বামেদের আন্দোলন অব্যাহত থাকবে। সেই সঙ্গে তিনি বলেন, বিজেপি ও তৃণমূল যে ভাবে বাংলায় ভয়ের বাতাবরণ সৃষ্টি করছে তার বিরুদ্ধে সবাই কে রুখে দাঁড়াতে হবে। বিজেপি ও তৃণমূলকে এই বিধানসভা নির্বাচনে পরাস্ত করতে হবে এবং বাম-কংগ্রেস কে শক্তিশালী করতে হবে। সেই সঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন।
আরও পড়ুনঃ দেশে একশো পার লিটার প্রতি পেট্রোল
পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির জন্য কেন্দ্র সরকার দায়ী বলে তিনি বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। সেই সঙ্গে তিনি বলেন কেন্দ্রীয় সরকার দেশের বিভিন্ন সংস্থাগুলিকে বিক্রি করে দিচ্ছে। বিক্রি করছে রেল,বিমান,এল আই সি। তাই এরা দেশটাকে বিক্রি করার জন্য ক্ষমতায় এসেছে। এরা মানুষকে ভাওতাবাজি ছাড়া এবং মিথ্যা কথা বলা ছাড়া আর কিছুই দেয়নি। তাই বিজেপি কে দেশ থেকে হঠাতে হবে এবং সেই কাজটাই একমাত্র করতে পারবে বামেরা বলে সুশান্ত ঘোষ জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584