নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
সম্প্রতি সামনে এল ‘দাদা সাহেব ফালকে ২০২১’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কারের তালিকা। চুলচেরা বিশ্লেষণে বেছে নেওয়া হয়েছে সেরার সেরাদের।
পুরষ্কৃত হলেন দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে অক্ষয় কুমার, সুস্মিতা সেন, সুরভি চন্দনা এবং নোরা ফাতেহি, কুণাল খেমু। পাশাপাশি চলতি বছর দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশ্যাল ফিল্ম ফেস্টিভ্যাল পুরস্কারের আসরে সেরা অভিনেতা হিসেবে (ক্রিটিকস) পুরস্কার পেলেন সুশান্ত সিং রাজপুত। বক্স অফিস কাঁপানো সুশান্তের শেষ ছবি ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত নিতীশ তিওয়ারি পরিচালিত ‘ছিছোড়ে’। অভিনেতার মৃত্যুর পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’। সেটিও ভাল রকমের ভিউজ পেয়ে আলোচনার শীর্ষে ওঠে।
মেঘনা গুলজার পরিচালিত ‘ছপাক’ সিনেমায় নজড়কাড়া অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর খেতাব জিতেছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। ছবিতে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা। ওদিকে এই ছবিতে তাঁর সহ-অভিনেতা বিক্রান্ত মাসে পেয়েছেন সেরা সহ-অভিনেতার পুরস্কার।
আরও পড়ুনঃ যৌনপল্লির শিশুদের নিয়ে কাজের পরিকল্পনা ঋদ্ধির
আরও পড়ুনঃ কনীনিকার চুল কেটে দিলেন সিধু
তামিল ছবি ‘কাঞ্চনা’র বলিউডি রিমেক হরর-কমেডি ফিল্ম ‘লক্ষ্মী’তে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পেলেন অক্ষয় কুমার। ছবিতে অক্ষয়ের সহ অভিনেত্রী কিয়ারা আডবানি ক্রিটিকস চয়েসে নেটফ্লিক্সের ‘গিলটি’ ছবির জন্য সেরা অভিনেত্রী হিসাবে মনোনীত হয়েছেন।
কমিক চরিত্রে ‘লুটকেস’ ছবির জন্য সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত কুণাল খেমু। বলিউডে গত কয়েক দশক ধরে ধারাবাহিকভাবে অবদানের জন্য সম্মানিত হয়েছেন প্রবীন অভিনেতা ধর্মেন্দ্র। ‘পারফর্মার অফ দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড পেয়েছেন নোরা ফাতেহি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584