নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
গতবছর জুনে মারা যান বলিউড ক্রাশ সুশান্ত সিং রাজপুত। অভিনেতার অস্বাভাবিক মৃত্যু ঘিরে সঠিক বিচারের দাবিতে সোচ্চার হয়েছে গোটা দেশ। আর এবার অভিনেতা জায়গা করে নিলেন পাঠ্য বইতেও। কখনও পরিবার বোঝাতে আবার কখনও মানুষ বোঝাতে স্কুলের বাংলা পাঠ্য বইতে ব্যবহার করা হয়েছে সুশান্তের ছবি।
বিষয়টি প্রথম সামনে আনেন অভিনেতার কাছের বন্ধু ও ‘Justice 4 SSR’-এর অন্যতম মুখ স্মিতা পারিখ। স্মিতা লিখেছেন- “এক বাংলা বইতে পরিবারে বাবার গুরুত্ব বোঝাতে সুশান্তের ছবি ব্যবহার করা হয়ছে। আমি গর্বিত। পরিষ্কার বোঝা যাচ্ছে আমাদের শিক্ষা দফতরও মনে করে ওঁ সেরা।”
Another primary bangla textbook published our beloved @itsSSR ’s pic, to depict a family a father figure. @withoutthemind @divinemitz look at this.I am so proud of him. Clearly shows that our education board also feels he is the best. pic.twitter.com/hiyT1giMap
— Smita GLK Parikh – SSR🦋💫🔱🔱 (@smitaparikh2) May 5, 2021
নিজের টুইটে সুশান্তের দুই বোন প্রিয়াঙ্কা ও মিঠু সিং-কে ট্যাগ করেছেন স্মিতা। এমনকী সুশান্ত অভিনীত বিখ্যাত ধারাবাহিক ‘পবিত্র রিস্তা’র একটি ছবিও ব্যবহার করা হয়েছে বইতে পরিবার বোঝানোর ক্ষেত্র।
অন্য একটি বইতে মানুষ ও জন্তুর মধ্যে ফারাক বোঝাতে ব্যবহার করা হয়েছে সুশান্তের ছবি।
আরও পড়ুনঃ মানুষের পাশে ঋদ্ধি, ঋতব্রত, সুরঙ্গনা
টুইটারে সুশান্তের আরেক ভক্ত স্যান্ডি ছবিটি শেয়ার করে লিখেছেন- “আমার ছোট বোনের স্কুলের বিজ্ঞান বই এটা। ও তৃতীয় শ্রেণীতে পড়ে। এই অধ্যায়ে মানুষ কোনটা, জন্তু কোনটা শেখানো হয়েছে। আর সুশান্তের ছবি ব্যবহৃত হয়েছে মানুষের উদাহরণ হিসেবে।”বলাবাহুল্য, সুশান্তের ভক্তরা বাংলা পাঠ্য বইতে পছন্দের অভিনেতার ছবির ব্যবহার দেখে খুশি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584