রহস্যজনকভাবে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার

0
455

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

বিনোদন জগতে আজ আবারও একটা কালো দিন। পৃথিবী থেকে বিদায় নিলেন সুশান্ত সিং রাজপুত। আলাদা করে যাঁর পরিচয় দেওয়ার দরকার পরে না। নামটাই কাফি। বলিউডে সুশান্ত অভিনীত প্রত্যেকটি সিনেমা দর্শকের মনে দাগ কেটে দিয়েছে। ‘কাই পো চে’ থেকে শুরু করে ‘ছিঁছোড়ে’ সবেতেই তাঁর অনবদ্য অভিনয় বারবার মুগ্ধ করেছে দর্শককে। ‘শুদ্ধ দেশি রোমান্স’ করতে শিখিয়েছেন এই অভিনেতা। ২০০৯ সালে জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘পবিত্র রিশতা’র হাত ধরেই বলিউডে প্রবেশ করেছিলেন সুশান্ত সিং রাজপুত।

Sushant Singh Rajput | newsfront.co
ফাইল চিত্র

২০১৩ সালে মুক্তি পায় বড়পর্দায় তাঁর অভিনীত প্রথম ছবি ‘কাই পো চে’। ‘ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সি’, ‘পিকে’ ছবিতেও তাঁর অসাধারণ অভিনয় দর্শকের মনের মণিকোঠায় সর্বদা বিরাজমান। পরবর্তীতে ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-তে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ধোনির চরিত্রে তাঁর অভিনয় প্রশংসিত হয়। এরপর একে একে ‘রাবতা’, ‘কেদারনাথ’, ‘সোন চিড়িয়া’ সহ একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গেছে এই বলিউড অভিনেতাকে। ধীরে ধীরে অভিনয়ের মাধ্যমেই বলিউডে নিজের জায়গা পাকা করেছিলেন সুশান্ত।

একের পর এক নক্ষত্র পতন ঘটছে বিনোদন জগতে। ২০২০ কেড়ে নিল, অনবদ্য অভিনয়ে দর্শকের মন জয় করা আরও এক বলিউড অভিনেতাকে। আসলে রিল আর রিয়েল লাইফ এক হয় না। রিল লাইফ রিটেক করা গেলেও রিয়েল লাইফে যে রিটেকের কোনো অপশনই নেই। স্কুল জীবন শেষ করে বিহার থেকে চোখে হাজারও স্বপ্ন সাজিয়ে মুম্বইয়ে এসেছিল সুশান্ত। এরপরই অভিনয়ের জগতে পা রাখবেন বলে মনস্থির করেন তিনি।

শুধুমাত্র অভিনয় নয়, নাচেও সমান পারদর্শী ছিলেন এই বলিউড অভিনেতা। রবিবার বান্দ্রায় তাঁর বাড়িতে ঝুলন্ত অবস্থায় মিলল তাঁর দেহ। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৩৪ বছর। পুলিশের অনুমান, কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন এই তারকা। আর তার জেরেই আত্মহত্যা করেছেন সুশান্ত। পাঁচদিন আগেই মুম্বইয়ে নিজের বাড়ি থেকে অর্থাৎ হাইরাইজের ১৪ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান।

অভিনেতার বন্ধুরা জানায়, দিশার মৃত্যুর পর থেকে আরও ভেঙে পড়েছিলেন সুশান্ত। দিশার মৃত্যুর সঙ্গে এই বলিউড অভিনেতার মৃত্যুর কোনও সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত আর নেই। আত্মহত্যা করেছেন তিনি। এটা শোনার পর শকড্ হয়ে গিয়েছিল গোটা বলিউড ইন্ডাস্ট্রি। অভিনেতার মৃত্যুতে গভীর ভাবে শোকাহত বিনোদন জগত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here