ট্রেলারেই বাজিমাত করল সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’

0
91

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

সোমবার ৬ জুলাই ট্রেলার রিলিজ করেছে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’-র। রীতিমতো ভাইরাল হয়েছে সেই ট্রেলার। তরতরিয়ে বাড়ছে ভিউয়ার্স। ফেসবুক জুড়ে ‘দিল বেচারা’র জয়জয়কার। টুইটারেও রাজ করছে সুশান্ত সিং রাজপুত এবং সঞ্জনা সাংভি অভিনীত এই ছবির ট্রেলার। ইউটিউবেও এক নম্বরে ট্রেন্ড করছে।

Dil Bechara | newsfront.co

মুক্তির মাত্র ৮ ঘণ্টার মধ্যে নজিরবিহীন লাইক সংখ্যা হাঁকিয়ে ইউটিউবে এক নম্বরে চলে এল ‘দিল বেচারা’র ট্রেলার। এত দিন মার্বেল স্টুডিওর ‘অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার’ ছবির দখলে ছিল ইউটিউবের রেকর্ড।
এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখতে চলেছেন সঞ্জনা সাংভি। আবার পরিচালক মুকেশ ছাবরারও এটি প্রথম ছবি। ছবিতে কিজি থুড়ি সঞ্জনা ক্যানসারে আক্রান্ত। তার জীবনটাকে পাল্টে দেয় মানি অর্থাৎ সুশান্ত। এই দুজনকে কেন্দ্রে রেখেই এগোবে ছবির গল্প।

Dil Bechara | newsfront.co

চলতি বছরের ৮ মে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। কিন্তু লকডাউনের কারণে আর পাঁচটা ছবির মতো আটকে যায় এই ছবিরও মুক্তি। অনেক ছবিই আজকাল মুক্তি পাচ্ছে ও টি টি প্ল্যাটফর্মে। ‘দিল বেচারা’র ক্ষেত্রেও ঘটতে চলেছে তেমনটাই।

Dil Bechara | newsfront.co

ডিজনি প্লাস হটস্টারে ২৪ জুলাই মুক্তি পাবে এই ছবি। সুশান্তের জীবনের শেষ কাজ হওয়ার কারণে এই চ্যানেলটি যাদের সাবস্ক্রাইব করা আছে তাঁরা তো দেখতে পাবেনই, যাঁদের সাবস্ক্রাইব করা নেই তাঁরাও দেখতে পাবেন।

আরও পড়ুনঃ ‘ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল ফিল্ম অ্যাওয়ার্ডস’- এ একঝলকে সেরাদের নাম

Sushant Singh | newsfront.co

জন গ্রিনের উপন্যাস ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’ অবলম্বনে এই ‘দিল বেচারা’। ‘ফক্স স্টার স্টুডিও’র প্রযোজনায় এই ছবির সঙ্গীত পরিচালনায় এ আর রহমান। চিত্রনাট্য লিখেছেন শশাঙ্ক খৈতান এবং সুপ্রতীম সেনগুপ্ত। সিনেমাটোগ্রাফিতে সত্যজিৎ পাণ্ডে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here