বয়ফ্রেন্ডের সাথে সম্পর্কের পরিনতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় খোলামেলা আলোচনা সুস্মিতার

0
139

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

সালটা ১৯৯৪। বিশ্বসুন্দরী হয়েছিলেন একজন বাঙালী কন্যা। হ্যাঁ, বিশ্বসুন্দরী সুস্মিতা সেন-এর কথাই হচ্ছে। এরপর বেশকিছু বলিউড চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গেছে সুস্মিতা সেনকে। সম্পর্কে রাখঢাক রাখাটা বরাবরই পছন্দ নয় সুস্মিতার, তাই ১৭ বছরের ছোট বয়ফ্রেন্ডের সঙ্গেও নিজের সম্পর্ক গোপন রাখেননি তিনি।

Susmita Sen | newsfront.co
ছবিঃ ইনস্টাগ্রাম

অবশেষে ৪৫ ছুঁইছুঁই এই নায়িকা কি এবার তাঁর বয়ফ্রেন্ডকে বিয়ে করছেন? নেটিজনদের এই প্রশ্নের জবাব দিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। নববর্ষের দিন দুই মেয়ে আলিশা ও রেনে এবং বয়ফ্রেন্ড রহমানকে সঙ্গে নিয়ে ইনস্টাগ্রাম লাইভে ফ্যানেদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন সুস্মিতা।

আরও পড়ুনঃ দূর থেকে কোলাকুলি

সেখানেই সুসের কাছে বিয়ের কথা জানতে চায় বহু ফ্যান। কবে সুস্মিতা ও রহমান বিয়ে করছেন? অনুরাগীদের এই প্রশ্নের উত্তরে সু্স্মিতার অকপট জবাব দেন। তিনি বলেন, ‘রহমান এই প্রশ্নটা আসলে তোমার জন্য’। প্রেমিকের সঙ্গে মসকরা করার কোনও সুযোগ হাতছাড়া করেননি সুস্মিতা। মেয়েদের সামনেই ঠাট্টা করলেন রোমানকে নিয়ে।

ইনস্টাগ্রামে প্রায়শই বয়ফ্রেন্ডের সঙ্গে নানান রোম্যান্টিক মুহুর্ত শেয়ার করে নেন সুস্মিতা। ইনস্টাগ্রামের লাইভে সুস্মিতা বলেন, “এখন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সকলে। কাজটাকে মিস করছি। আশা করি খুব দ্রুত এই খারাপ সময়টাকে কাটিয়ে উঠতে পারবো আমরা।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here