শ্যামল রায়,কালনাঃ
বিপিএল পরিবারভুক্ত পরিবারের মেয়ে সুস্মিতা মন্ডল অপরের বাড়িতে বাস করেও মাধ্যমিক পরীক্ষায় ৫৯২ পেয়েছে।সুস্মিতার বিষয় ভিত্তিক নম্বর হল বাংলা ৮৭, ইংরেজি ৭৬,অঙ্ক ৯২,ভৌত বিজ্ঞান ৭৪,জীবন বিজ্ঞান ৯১, ইতিহাস ৮০ এবং ভূগোল ৯২।
মন্তেশ্বরের সিজনা-উজনা পঞ্চপাড়া উচ্চ বিদ্যালয়ের এই ছাত্রীটি সপরিবারে থাকে ভাগড়া-মুলগ্রাম গ্রাম পঞ্চায়েতের ভেটি গ্রামে।এদের নিজস্ব কোন জায়গা-জমি নেই।এমনকি মাথা গোঁজার মতো নিজেদের বাড়িটাও নেই।গ্রামেরই এক সহৃদয় ব্যক্তি সমীরণ মন্ডলের থাকতে দেওয়া একটি মাটির পরিত্যক্ত ঘরে তারা থাকে।
বাবা দিলীপ মন্ডল মাঠে-ঘাটে ক্ষেতমজুরের কাজ করেন।মা সুচিত্রা মন্ডল তিন ছেলে মেয়ের দেখভাল ও সংসার সামলান।সুস্মিতার ছোট বোন পঞ্চম শ্রেণীতে এবং একমাত্র ভাই দ্বিতীয় শ্রেণীতে পড়ে।অর্থনৈতিক কারনেই সুস্মিতা কোন প্রাইভেট টিউটর নিতে পারেনি।তবে তার স্কুলের শিক্ষকরা পড়াশুনায় খুবই সাহায্য করেছেন বলে সে জানায়।
আরও পড়ুনঃ ডাক্তার হতে চায় সাবর্ণী
এই স্কুলের প্রধান শিক্ষক বীরবল মন্ডল তাঁর স্কুলে সর্বোচ্চ নম্বর পাওয়া সুস্মিতার জন্য গর্ববোধ করেন।
তিনি বলেন,ও যদি পড়াশুনার অনুকূল আবহাওয়া পেত, তা হলে আরও ভালো ফল করতে পারতো।সুস্মিতার স্বপ্ন ভাল পড়াশুনা করে ডাক্তার হওয়া কিন্তু সে পথে বাধা একমাত্র পরিবারের আর্থিক দুর্বলতা।তাই আর্থিক সাহায্যের তার একান্ত জরুরি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584