মনিরুল হক, কোচবিহারঃ
অফিসের ভিতরে ঢুকে জেলা খাদ্য নিয়ামকের ওপরে অ্যাসিড হামলার ঘটনায় কোচবিহারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ দুপুরে কোচবিহার শহরের দেবীবাড়ি লিচুতলা এলাকায় থাকা জেলা খাদ্য সরবরাহ দফতরে ওই ঘটনা ঘটেছে।
ওই ঘটনায় গুরুতর ভাবে আহত হয়েছেন কোচবিহার জেলা খাদ্য নিয়ামক দাওয়া ওয়াঙ্গেল লামা। তাকে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকেই পুলিশ ওই ঘটনায় অভিযুক্ত ৬০ বছরের এক প্রবীণ ব্যক্তিকে গ্রেফতার করেছে।
কোচবিহার কোতোয়ালী থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনায় ধৃত ব্যক্তির নাম অশোক কুমার বানশাল। সে হরিয়ানার হিসার জেলার বাসিন্দা।
আরও পড়ুনঃ একশো দিনের কাজে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে এক শ্রমিকের মৃত্যু
এক সময় তিনি তৎকালীন জলপাইগুড়ি জেলার হাসিমারায় সেনা নিবাসের রেজিস্টার্ড রেশন ডিলার ছিলেন। ওই সময় খাদ্য সরবরাহ দফতরের বিরুদ্ধে কোলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। তখন জলপাইগুড়ি জেলার সহকারী খাদ্য নিয়ামকের দায়িত্বে ছিলেন বর্তমান কোচবিহার জেলা খাদ্য নিয়ামক। তার তৎপরতায় ওই মামলা হেরে যান অশোক কুমার বানশাল।
তিনি হরিয়ানায় ফিরে গিয়ে ফের হরিয়ানা হাইকোর্টে একই বিষয় একটি মামলার আবেদন করেন। কিন্তু একই ভাবে খাদ্য সরবরাহ দফতরের অফিসার দাওয়া ওয়াঙ্গেল লামার চেষ্টায় ওই আবেদন হরিয়ানা হাইকোর্ট থেকেও বাতিল হয়ে যায়।
আরও পড়ুনঃ কেষ্টর গড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব,পঞ্চায়েত অফিস লক্ষ্য করে বোমাবাজি
আর সেই কারণেই এদিন প্রতিশোধ নিতে কোচবিহারে এসে অশোক কুমার বানশাল রীতিমত অফিসের ভিতরে ঢুকে জেলা খাদ্য নিয়ামকের উপড়ে অ্যাসিড হামলা করেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ওই ঘটনা নিয়ে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট আইনে মামলা দায়ের করবে বলে জানাযায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584