নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
জাপান ফেরত যুবককে করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত সন্দেহে ভর্তি করা হল মেদিনীপুর মেডিকেল কলেজের আইসোলেশন ওয়ার্ডে। জানা গিয়েছে, শুক্রবার সকালে শারীরিক অসুস্থতা নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজের মেডিসিন বহির্বিভাগে দেখাতে আসে ওই যুবক।
প্রাথমিকভাবে যুবকের মধ্যে বেশ কিছু উপস্বর্গ দেখে চিকিৎসকরা তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তির পরামর্শ দেয়। সেইমতো ওই যুবককে ভর্তি করা হয় আইসোলেশন ওয়ার্ডে।
মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল পঞ্চানন কুন্ডু জানিয়েছেন, ইতিমধ্যেই যুবকের লালারস সংগ্রহ করে পাঠানো হচ্ছে নাইসেডে।
আরও পড়ুনঃ প্রতিবাদের সুরে ‘কোরাস’এ জোট বাঁধল বহু কণ্ঠ
রিপোর্ট না আসা পর্যন্ত যুবককে মেদিনীপুর মেডিকেল কলেজের আইসোলেশন ওয়ার্ডে করেনটাইন করা হচ্ছে তাকে। প্রাথমিকভাবে যুবকের চিকিৎসা শুরু করেছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল। জানা গিয়েছে ওই যুবক দিন দুয়েক আগেই জেলায় ফিরেছে জাপান থেকে। পরিস্থিতির ওপর নজর রাখছে জেলা স্বাস্থ্য দফতর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584