চোর অপবাদে ল্যাম্পপোস্টে বেঁধে মারধর বৃদ্ধাকে, অপমানে আত্মঘাতী নির্যাতিতা

0
68

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

এক বৃদ্ধাকে শালিষি সভায় চোর অপবাদ দিয়ে ল্যাম্পপোস্টে বেঁধে মারধর করার পাশাপাশি ১৪,০০০ টাকার জরিমানার নিদান দিলেন উপ-প্রধান। অপমানে আত্মঘাতী হয়েছেন বৃদ্ধা। এমন অভিযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কালিয়াগঞ্জ থানার বরুনা গ্রাম পঞ্চায়েতের মাজিয়ার গ্রামে।

প্রকাশ্য দিবালোকে শালিষি সভা হলেও, বৃদ্ধার মৃত্যুর পরে সেই শালিষি সভা নিয়ে মুখ খুলতে চাইছে না এলাকার কেউই। ঘটনার বিচার চেয়ে পুলিশের দারস্থ হয়েছে বৃদ্ধার আত্মীয়রা। শালিষি সভার কথা মেনে নিলেও বৃদ্ধাকে মারধর করার বা অর্থ জরিমানা করার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি দলের প্রতীকে জেতা উপ-প্রধান ননীগোপাল মন্ডল।

beat up elderly woman suspected thief | newsfront.co
প্রতীকী চিত্র। সৌজন্যঃ সময় নিউজ টিভি

বুধবার সকালে কালিয়াগঞ্জ থানার মাজিয়ার গ্রামে প্রতিবেশীর জমি থেকে পেঁয়াজ চুরি করার অপবাদে এক বৃদ্ধাকে ল্যাম্পপোস্টে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুনঃ গ্রেফতার পাখি পাচারচক্রের মূল পাণ্ডা

অভিযোগ, বরুনা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধানের ডাকা ওই শালিষি সভায় বৃদ্ধাকে নিদান দেন জমির মালিককে ১৫,০০০ টাকা জরিমানা ও চুরি করার অপরাধে সমাজকে ১০,০০০ টাকার জরিমানার ৮ দিনের মধ্যে দিতে হবে।

application | newsfront.co
আবেদন পত্র। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বিদ্যালয়ে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভ

বৃদ্ধার জামাইকে খবর দিলে জামাই এসে অনেক অনুরোধ করলে জরিমানা কমিয়ে মোট ১৪,০০০ টাকা জরিমানা নির্ধারিত হয়। জানা গেছে, ঘটনার পর থেকেই লোক সমাজে আসছিলেন না বৃদ্ধা। ৪ দিন পর রবিবার সকালে বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার তার ঘর থেকে।

কালিয়াগঞ্জ থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে পাঠায়৷ খবর দেওয়া হয় বৃদ্ধার ছেলেকে যে দিল্লিতে শ্রমিকের কাজ করে। বৃদ্ধার মেয়ে মঙ্গলবার কালিয়াগঞ্জ থানায় ঘটনার বিচার চেয়ে দারস্থ হয়েছেন। কালিয়াগঞ্জ থানা সূত্রে জানা গেছে, অভিযোগ পেলেই ঘটনার তদন্ত শুরু করবে পুলিশ।

যখন গঙ্গারামপুরে এক উপ-প্রধানের বিরুদ্ধে মহিলাদের উপর ফতোয়া জারি ও মহিলাদের মধ্যযুগীয় ভাবে শাস্তি দেওয়ার ঘটনায় রাজ্য তোলপাড় হচ্ছে, সেই সময় কালিয়াগঞ্জের এই ঘটনায় নতুন করে সমাজের প্রতি প্রশ্ন উঠল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here