নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অন্যতম অভিযুক্ত মাবুদ শেখকে গ্রেফতার করে রায়গঞ্জে নিয়ে এসেছে সিআইডি৷ দীর্ঘদিন আত্মগোপন করে ছিল অভিযুক্ত৷ শুক্রবার দুপুরে ঝাড়খণ্ডে পালানোর সময় তাকে গ্রেফতার করে মোথাবাড়ি থানার পুলিশ৷
উল্লেখ্য, গত ১৩ জুলাই নিজের বাড়ি থেকে কিছু দূরে হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। যদিও প্রাথমিক তদন্তে পুলিশ এই ঘটনাকে আত্মহত্যা বলে দাবি করে৷ কিন্তু বিধায়কের পরিবার খুনের অভিযোগ দায়ের করে স্থানীয় হেমতাবাদ থানায়৷ বিজেপি থেকেও একই দাবি তোলা হয়েছিল। রাজ্য সরকার তদন্তভার সিআইডির হাতে তুলে দেয়৷ তদন্তে নেমে মালদহ থেকে একজনকে গ্রেফতার করে সিআইডি। অন্য আরও একজনের নাম পেলেও সে পালিয়ে আত্মগোপন করেছিল।
আরও পড়ুনঃ সম্পূর্ণ লকডাউনে প্রায় জনশূন্য রাস্তা দক্ষিণ দিনাজপুরে
এতদিন অধরা ছিল আর এক অভিযুক্ত মাবুদ শেখ৷ মাবুদ চাঁচল ১ নম্বর ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের দারিয়াপুর গ্রামের বাসিন্দা৷ গতকাল দুপুরে গঙ্গা পেরিয়ে ঝাড়খণ্ড পালানোর সময় মাঝরাস্তায় তাকে গ্রেফতার করল মোথাবাড়ি থানার পুলিশ৷
গোপন সূত্রে খবর পায় মোথাবাড়ি থানার পুলিশ৷ পঞ্চানন্দপুর পৌঁছোনোর আগেই মাঝপথে পুলিশ গাড়ি থামিয়ে গ্রেপ্তার করে মাবুদ শেখকে৷ মোথাবাড়ি থানার পুলিশ বিধায়ক খুনে অভিযুক্তের গ্রেফতারির খবর দেয় সিআইডি-কে ৷ শুক্রবার বিকেলেই মাবুদকে নিজেদের হেপাজতে নিয়ে রাতে রায়গঞ্জ থানায় পৌঁছন সিআইডি তদন্তকারী দল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584