চাঁদপুর মেলায় গ্রেফতার সন্দেহভাজন যুবক

0
55

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Suspected man arrested at Chandpur fair
সন্দেহভাজন যুবক নিজস্ব চিত্র

ভাষাদিবসের রাতে দাসপুর চাঁদপুরের মেলায় এক সন্দেহভাজনকে আটক করল পুলিশ।২১ ফেব্রুয়ারি মাঝরাতে দাসপুর থানার চাঁদপুর থেকে উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয় যুবক। ওই যুবকের মোবাইলে একাধিক জঙ্গি সংগঠনের ছবি পাওয়া গেছে বলে দাবি চাঁদপুরের ভীম মেলা কর্তৃপক্ষের।

প্রসঙ্গত,চাঁদপুরে ভীম পুজোকে কেন্দ্রকরে সপ্তাহব্যাপী মেলা চলছে।এই মেলায় এই ধৃত যুবক কয়েকদিন ধরেই রাতের দিকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিল।মেলা কর্তৃপক্ষের তরফে মেলা কমিটির সভাপতি সৌরভ চট্টোপাধ্যায় জানান,ওই অজ্ঞাত পরিচয় যুবকের থেকে একটি দামী মোবাইল পাওয়া যায়।

আরও পড়ুনঃ সন্দেহভাজন চার মাওবাদী গ্রেফতার

সেই মোবাইল ঘেঁটে দেখলে দেখা মেলে একাধিক সন্ত্রাসবাদী এবং অস্ত্রসস্ত্রের ছবি।সৌরভ বাবু বলেন,”লোকটিকে একেবারেই সুবিধে জনক মনে হয়নি।আমরা সাথে সাথে দাসপুর থানায় খবর দিই।পরে দাসপুর থানার পুলিশ ওই অজ্ঞাত পরিচয় যুবককে নিয়ে যায়।” দাসপুর পুলিশ খোঁজ নিলে যানাযায়,সত্যি সেই যুবকের মোবাইলে কিছু জঙ্গি সংগঠনের ছবি মিলেছে।

ছবিগুলির উৎস এবং আদপে ওই যুবকের কী উদ্দেশ্য সে বিষয়ে দাসপুর পুলিসের পক্ষে তদন্ত শুরু হয়েছে।ওইরাতে ওই যুবকের কিছু অসংলগ্নতা দেখে স্থানীয়রা মেলা কমিটিকে জানালে মেলার আয়োজকদের কয়েকজন ওই যুবককে ধরে জিজ্ঞাসাবাদ করলে যুবকটি তার বাড়ি পূর্ব মেদিনীপুরের কোলাঘাট এলাকায় বললেও নিজের বাড়ির সঠিক ঠিকানা বা ঠিক কী উদ্দেশ্যে ওইরাতে ওই মেলায় ঘোরাঘুরি করছিল তা বলেনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here