গুলি চালিয়ে পুলিশের কাছ আত্মসমর্পণ অভিযুক্তের

0
22

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

আলিপুরদুয়ার শহরে গুলিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সোমবারই গুলিকাণ্ডের নায়ক বিপ্লব বসাক আলিপুরদুয়ার এসিজেএম আদালতে আত্মসমর্পণ করেন।

আলিপুরদুয়ার জেলার নতুন পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, ” আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছি। এই খবর পাওয়ার পর ভয়েই আত্মসমর্পণ করেছে অভিযুক্ত বিপ্লব বসাক।

suspected surrender | newsfront.co
বিপ্লব বসাক, অভিযুক্ত। নিজস্ব চিত্র

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তকে ১০ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হচ্ছে। বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।”

আরও পড়ুনঃ আনন্দপুরের জনসমাবেশ থেকে রাহুলের প্রকাশ্যে কটাক্ষ মমতাকে

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি রাত্রিবেলা আলিপুরদুয়ার শহরের এক নম্বর ওয়ার্ডের উত্তর অরবিন্দনগরের বাসিন্দা বিপ্লব বসাক গুলি করে নিজের খুড়তুতো ভাই বাপি পণ্ডিতকে খুন করে। খুনের পর পুলিশকে ফোন করে গুলি চালিয়ে খুন করার কথা কবুলও করেছিলেন বিপ্লব বসাক।

police super | newsfront.co
অমিতাভ মাইতি, পুলিশ সুপার। নিজস্ব চিত্র

কিন্তু পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছলে জখম অবস্থায় বাপি পণ্ডিতকে উদ্ধার করতে পারলেও বিপ্লব বসাককে ধরতে পারেননি।

আরও পড়ুনঃ একাধিকবার অত্যাচারিত- প্রতারিত হয়ে পুলিশের কাছে আর্জি গৃহবধূর

সেদিন থেকে গা-ঢাকা দিয়েছিল অভিযুক্ত বিপ্লব বসাক। এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছিল আলিপুরদুয়ার জেলাতে। তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলেছিল বিপ্লব বিজেপির নেতা। যদিও এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে জানিয়েছিলেন বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা।

সোমবার বিপ্লবের আত্মসমর্পণকে নিজেদের সফলতা বলেই দাবি করছে আলিপুরদুয়ার জেলা পুলিশ। তবে এখনও পুলিশ মনে করছে জমি সংক্রান্ত বিবাদের জেরে এই খুনের ঘটনা ঘটেছিল। তবে এই বিষয়ে নিশ্চিত হতে অভিযুক্তকে জিজ্ঞাসা করবে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here