এক বছর ক্রিকেট মাঠের বাইরে সাকিব

0
52

খালিদ মুজতবা, স্পোর্টস ডেস্কঃ

তিনটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশের ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসানকে এক বছর সমস্ত ধরনের ক্রিকেট খেলা থেকে সাসপেন্ড করা হয়েছে , সেই সঙ্গে আরো এক বছরের বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। অপরাধ স্বীকার করে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট ( আকসুর ) তদন্ত দলকে সহযোগিতা করায় তার সাজা মূলত ১ বছরের জন্য কার্যকর হচ্ছে। অর্থাৎ ২০২০ সালের ২৯ অক্টোবর মাঠে নামতে পারবেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

Suspended cricketer sakib | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

জুয়াড়ির কাছ থেকে পাওয়া অনৈতিক প্রস্তাব গোপন রাখার অভিযোগে নিষেধাজ্ঞার কবলে পড়েছেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট-আকসু’র কোড অনুযায়ী এই ব্যবস্থা। প্রশ্ন উঠেছে আকসুর এই কোডে কী আছে?

Suspended cricketer sakib | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

আইসিসি দুর্নীতি বিরোধী আইনের ২.৪.৪ ধারাতে আছে, যদি কোনো খেলোয়াড় কারো কাছ থেকে আইসিসির বিধি আনুযায়ী দুর্নীতি বলে বিবেচিত এমন কাজে যুক্ত হওয়ার প্রস্তাব পেয়ে থাকেন তাহলে অনতিবিলম্বে তা আইসিসি’র দুর্নীতি দমন ইউনিটকে (আকসু) জানাতে হবে। কোনো কারণে বিলম্ব হলে সেটি পরিস্থিতির আলোকে বিবেচিত হবে। তবে, যে ম্যাচের জন্য খেলোয়াড়রা এমন প্রস্তাব পাবেন, সেটির হওয়া পর্যন্ত অপেক্ষা করা কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে আকসুর বিধিতে উল্লেখ আছে।

Suspended cricketer sakib | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান , সাকিবের বিরুদ্ধে জুয়াড়ির কাছ থেকে পাওয়া তথ্য গোপনের যে অভিযোগ পাওয়া গেছে সেটি অন্তত দু’বছর আগের ম্যাচ ঘিরে। ফলে, সেটি নিজ থেকে আকসুকে না জানানোয় তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে আইসিসি। আর সাকিব আল হাসান আইসিসির দুর্নীতি বিরোধী ২৫টি প্রশিক্ষণে অংশ নিয়েছেন। ফলে, আকসুর বিধিবিধান সাকিবের অজানা থাকার সুযোগ নেই।

আইসিসিকে সাকিব জানিয়েছেন, ‘আমি খেলাটিকে ভালোবাসি। ফলে এই নিষেধাজ্ঞায় আমি চরম মর্মাহত। তবে প্রস্তাবের (জুয়াড়িদের) বিষয়টি না জানানোর কারণে আমাকে যে শাস্তি দেওয়া হয়েছে, তা আমি পুরোপুরি মেনে নিচ্ছি। আকসু চায় ক্রিকেটাররা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে মুখ্য ভূমিকা পালন করুক। সে অর্থে আমি আমার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি’।

সাকিব আজ ঢাকা মিরপুরে সাংবাদিকদের সামনে বলেন, বিশ্বের অধিকাংশ খেলোয়াড় ও সমর্থকদের মতো আমিও চাই ক্রিকেট দুর্নীতিমুক্ত একটি খেলা থাকুক। সেজন্য আমি আকসুর শিক্ষামূলক কার্যক্রমে সহযোগিতা করার জন্য আগ্রহভরে অপেক্ষা করছি যেন তরুণ খেলোয়াড়রা আমার মতো এই ভুল না করে।

আইসিসির জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল বলেন, সাকিব অত্যন্ত অভিজ্ঞতাসম্পন্ন একজন আন্তর্জাতিক ক্রিকেটার। সে আমার শিক্ষামূলক কার্যক্রমে অংশ নিয়েছিল। তার দায়িত্ব সম্পর্কে সে ওয়াকিবহাল। তার অবশ্যই উচিত ছিল এই প্রস্তাবগুলো সম্পর্কে জানানো। তবে সাকিব আইসিসিকে সচেতনতা কর্মসূচিতে সহযোগিতা করতে চায় যেন তরুণ খেলোয়াড়রা তার ভুল থেকে শিখতে পারে। সাকিবের এই প্রস্তাব গ্রহণ করতে পেরে আমি খুশি।

আরও পড়ুনঃ ‘লাঠি ভোটে’ জিতে অপ্রতিরোধ্য দুষ্কৃতীরাজ, জলঙ্গী বিস্ফোরণে কান্ডে নিউজফ্রন্টের অর্ন্ততদন্ত

তবে আপাতত একটি বছর সমস্ত ধরনের ক্রিকেট থেকে মাঠের বাইরে থাকবেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। আইসিসির পক্ষ থেকে এই শাস্তি ঘোষণার পর বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট প্রেমী বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে সমালোচনার ঝড় তুলেছেন সাকিবের সমর্থনে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here