নিজস্ব সংবাদদাতা,বালুরঘাটঃ
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের খাপুরে একটি রাষ্ট্রায়াত্ত ব্যঙ্কে চুরির ঘটনাকে কেন্দ্র করে বালুরঘাটের খাপুর এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। পতিরাম-হিলি রুটের ৫১২নং জাতীয় সড়কের মাঝেই রয়েছে খাপুর।এই খাপুর এলাকাতেই অবস্থিত এই ব্যাঙ্কটি।

জানা গেছে মঙ্গলবার সকালে ব্যাংকের ম্যানেজার মৃদুল দাস ব্যাংকের ভেতরে ঢুকে দেখেন বাথরুম ও আলমারিগুলির দরজা খোলা অবস্থায় পড়ে রয়েছে।এর পরেই ভল্টের ঘরের দিকে গিয়ে দেখেন ভেতরের লাইট জ্বলছে ও ফ্যান ঘুরছে।

এরপরেই তিনি বালুরঘাট থানা অধীনস্থ পতিরাম থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে ব্যাঙ্কের বাইরের দিকের এবং ভিতরের দিকের দুটি ফটকই অক্ষত থাকলেও ব্যাংকের কম্পিউটারের একটি হার্ডডিক্স এবং দুটি মনিটর চুরি হয়েছে।ব্যাঙ্ক ম্যানেজার মৃদুল দাস বলেন ফাইলপত্র কিছু চুরি গিয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584