থ্রিলারে ভরপুর ‘দিন রাত্রির গল্প’-তে জঙ্গি হানা

0
194

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

ছবি – দিন রাত্রির গল্প
পরিচালক – প্রসেনজিৎ চৌধুরী
অভিনয়ে – রজতাভ দত্ত, রায়তী ভট্টাচার্য, সৌরভ চক্রবর্তী, সুপ্রীতি চৌধুরী, রুমকি চ্যাটার্জি সহ অন্যান্যরা।
রেটিং – ৬/১০

‘দিন রাত্রির গল্প’ ছবির হাত ধরেই বাংলা সিনেমায় প্রথম এল স্পেস ফিকশন। তবে শুধুই স্পেস ফিকশন নয়, ছবিতে রয়েছে সাসপেন্স থ্রিলার। এমনটাই বলছেন ছবির পরিচালক থেকে শুরু করে ছবির কলাকুশলীরা। ছবিতে রয়েছে দুটি গল্প।

din ratrir golpo | newsfront.co
ফাইল চিত্র

একটি দিনের গল্প এবং একটি রাতের। ছবির শুরুতে একটি চার্চে শিশুদের প্রার্থনা দেখানো হয়েছে। যা থেকে বোঝা যায় ছবিটিতে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে। ছবির প্রথম গল্প অর্থাৎ দিনের গল্পটিতে অরুণিমা থুড়ি রায়তী ভট্টাচার্য’র মঙ্গলাভিযানের কিছু দৃশ্য উঠে আসে।

যেখানে অরুণিমা তার বাবা, মাকে না জানিয়েই পাড়ি দেয় মঙ্গল গ্রহের উদ্দেশ্যে। তবে কি অরুণিমা সত্যিই মঙ্গলে পাড়ি দিল নাকি অন্য কোনো ঘটনা লুকিয়ে আছে এর মধ্যে? সেটা জানার জন্য ছবিটিতে মনসংযোগ করতে হবে দর্শককে।

din ratrir golpo | newsfront.co
ফাইল চিত্র

ছবির প্রথম গল্পে সৌরভ ও রায়তীর নজরকাড়া অভিনয় দর্শকের মনে আলাদা জায়গা তৈরি করে নিতে বাধ্য। তবে ছবির দিনের গল্পটিতে স্পেস ফিকশনের বিষয়টি আরও স্পষ্টভাবে ফুটিয়ে তোলা প্রয়োজন ছিল।

আরও পড়ুনঃ ‘গুলদাস্তা’র তিনটি ফুল ডলি-রেনু-শ্রীরূপা

এবার আসা যাক রাতের গল্পের কথায়। শুধুমাত্র দুটি চরিত্র নিয়েই রাতের গল্পের বিষয়। যদিও রাতের গল্পের শুরুতে বেশ কয়েকটি চরিত্র দেখা গেলেও সেই চরিত্রগুলির গুরুত্ব খুবই কম। এই গল্পে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সুপ্রীতি চৌধুরী ও রজতাভ দত্ত।

গল্পটি জুড়ে রয়েছে অন্ধকার। রহস্যময়তায় ভরা এক রাতের গল্প। মৃত্যুর রহস্য জানার চেষ্টায় মগ্ন এক ব্যক্তিত্বকে অভিনয়ের মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন রজতাভ দত্ত। তাঁর অনবদ্য অভিনয়ে দর্শকের মন জয় করে নেয় সবসময়। এরকম সাসপেন্স থ্রিলারের ক্ষেত্রেও তাঁর অন্যথা হয়নি। রাতের গল্পে সুপ্রীতির অভিনয়ও নজর কাড়বে দর্শকের।

রাতের গল্পে একটি বিড়াল ও ইঁদুরকেও দেখতে পাবেন দর্শকরা। ছবিতে বিড়ালের নাম হয়েছে জঙ্গি। সবমিলিয়ে রাতের গল্পটিতেও বেশ মজবুত থ্রিলার গাঁথা হয়েছে, যা দর্শককে মুগ্ধ করবে। মৃত্যুপথযাত্রী একজন খ্রিস্টান নানের দুটি প্রত্যক্ষ অভিজ্ঞতার কথাই তুলে ধরা হয়েছে এই ছবিতে। পুরো ছবিটির যোগসূত্র এই নান বা সন্ন্যাসীনিই।

আরও পড়ুনঃ রূপালী পর্দায় হৃত্বিক হতে পারেন মহারাজ

কিছু অনুভূতিকে প্রতিমুহূর্তে জাগ্রত করে দেয় ‘দিন রাত্রির গল্প’। ছবির গল্প নিয়ে আর কৌতূহলী না হয়ে সপরিবারে ছবিটি দেখে আসুন আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে। ভাল লাগবে।

সর্বোপরি অন্যরকম লাগবে৷ ভুল ত্রুটি বা ভাল-মন্দ খোঁজার তারণায় সমালোচকের দৃষ্টি দিয়ে না দেখে নিছক দর্শক হিসেবে দেখে আসুন ‘দিন রাত্রির গল্প’। আর কিছু পান আর না পান, কিছুক্ষণের জন্য হলেও মহাকাশে তো পাড়ি দিতে পারবেন। আর যাঁরা থ্রিলার ভালোবাসেন তাঁদের তো আলবাত দেখা উচিত এই ছবি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here